Header Ads

ভারতকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায় শারজিল ইমাম! পুলিশের জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য !!

বিশ্বদেব চট্টোপাধ্যায় 
 
নাগরিকত্ব আইন নিয়ে উসকানিমূলক ভাষণ দেওয়া JNU এর ছাত্র তথা দেশদ্রোহে অভিযুক্ত শারজিল ইমাম পুলিশের সামনে স্বীকার করেছে যে, সে আলীগড় মুসলিম বিদ্যালয়ে ভারত বিরোধী মন্তব্য করেছে।

দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অফিসারেরা শারজিলকে জিজ্ঞাসাবাদ করেন, সোশ্যাল মিডিয়ায় যে ভারত বিরোধী ভিডিও ভাইরাল হচ্ছে, যেটার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে সেটা তার কিনা? এই প্রশ্নের জবাবে শারজিল ইমাম বলে, হ্যাঁ ওই ভিডিও আমারই! আর ওই ভিডিওতে কোন কিছু এডিট করা হয়নি। কিন্তু এটা আমার সম্পূর্ণ ভিডিও নয়। শারজিল বলে, আমি প্রায় এক ঘণ্টা ভাষণ দিয়েছি।
শারজিলের কাছে জিজ্ঞাসাবাদ চালিয়ে ক্রাইম ব্রাঞ্চ আর স্পেশ্যাল সেলের অফিসারেরা এটা বুঝে যান যে, রণনীতি ঠিক করেই শারজিল এই ভাষণ দিয়েছিল। স্পেশ্যাল সেল অনুযায়ী, শারজিলের এই ভাষণ নিয়ে তার মনে কোন অনুতাপ নেই। আর সে নিজের অবস্থান জারি রাখতে চায়।
পাশাপাশি শারজিল ইমামের কাছে জিজ্ঞাসাবাদে এও জানা যায় যে, শারজিল ভারতকে ইসলামিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আপনাদের শারজিলের ফোন বাজেয়াপ্ত করার জন্য ক্রাইম ব্রাঞ্চের টিম শারজিলকে নিয়ে বিহারে যেতে পারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.