Header Ads

তীব্র শীতে কাঁপছে রাজ্য ,অনেকটা বিপর্যস্ত জনজীবন ,আগামী কদিন আরো নামবে পারদ



দেবযানী, গুয়াহাটি
শীত পড়েছে রাজ্যে ,আগামী কদিন আরো নামবে পারদ ।সকাল থেকে আকাশের মুখ ভার, ঝিরিঝিরি বৃষ্টি ফলে গুয়াহাটি সহিত রাজ্যের বিভিন্ন স্থানে শীতের প্রকোপ বেড়েছে।শুক্রবার সকাল থেকেই বৃষ্টিপাতের সাথে প্রচন্ড শীতের ফলে তাপমান অনেকটাই নীচে নেমেছে।বৃহস্পতিবার আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র জানিয়েছিল যে শুক্রবার থেকে গুয়াহাটির সাথে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শীতের প্রকোপ আরো বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র  জানিয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রচন্ড শীতের কবলে পড়বে গুয়াহাটি।এর সাথে ডিব্রুগর ,জোরহাট,নলবাড়ী ,লক্ষীমপুর,শনিতপুর জেলাতেও আগন্তুক  এক সপ্তাহ পর্যন্ত শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ।তাপমান আরো কমতে পারে। স্বাভাবিক ভাবেই শীতে কাবু হয়ে পড়েছে রাজ্যবাসী।অনেকটাই বিপর্যস্ত জনজীবন। গুয়াহাটি শহরে অনেককেই  কাগজও  অন্যান্য জিনিসপত্রে আগুন ধরিয়ে তাপ পোহাতে দেখা গেছে ।শীতের সাথে রয়েছে কুয়াশার দাপট। কুয়াশা থাকার পাশাপাশি বৃষ্টির ফলে বেড়েছে প্রচন্ড শীত। সূর্যের দেখা নেই। প্রচণ্ড ঠাণ্ডার জন্য নিম্নবিত্ত মানুষেরা চরম দুর্ভোগের মুখে পড়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.