Header Ads

তামিলনাড়ুতে পঞ্চায়েত ভোটে এগিয়ে কংগ্ৰেস মিত্ৰ ডিএমকে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ গত ২৭ ও ৩০ ডিসেম্বর তামিলনাড়ুতে দুই দফায় পঞ্চায়েত ভোট হয়ে যায়। কড়া নিরাপত্তার মধ্যে বৃহস্পতিবার সকাল আট টা থেকে ৩১৫ টি কেন্দ্ৰে ভোট গোনা শুরু হয়েছে। ফলাফলে শাসক এআইএডিএমকে-কে পিছিয়ে অনেকটাই এগিয়ে আছে বিরোধী ডিএমকে।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
পঞ্চায়েত ইউনিয়ন ও জেলা পঞ্চায়েত ইউনিয়ন মিলিয়ে মোট ৯২ হাজার আসনে ভোট হয়েছিল। তার মধ্যে ১৮৫৭ টি পঞ্চায়েত ইউনিয়ন আসনে এগিয়ে আছে কংগ্রেসের মিত্র ডিএমকে। ১৪৯৪ টি আসনে এগিয়ে আছে বিজেপির শরিক এআইএডিএমকে। জেলা পঞ্চায়েতে ১৫২ টি আসনে এগিয়ে আছে ডিএমকে।

পঞ্চায়েত ভোটে ৬৫৫ জন জেলা ওয়াৰ্ড পঞ্চায়েত সদস্য, ৬৪৭১ জন পঞ্চায়েত ইউনিয়ন ওয়াৰ্ড সদস্য, ১২ হাজার ৫২৪ গ্ৰাম পঞ্চায়েত সভাপতি এবং ৯৯ হাজার ৩২৪ জন গ্ৰাম পঞ্চায়েত ওয়াৰ্ড সদস্যকে নিৰ্বাচন করা হবে।

নিৰ্বাচন কমিশন যেকোনও সময় ভোটের ফলাফল ঘোষণা করতে পারে। ২০২১ সালে তামিলনাডুতে বিধানসভা নিৰ্বাচন হবে। তার আগে পঞ্চায়েত নিৰ্বাচনে মানুষের মনোভাব অনেকটা বোঝা যাবে বলেই মনে করছেন পৰ্যবেক্ষক মহল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.