Header Ads

শ্রীলঙ্কা, ভারত টি টোয়েন্টি ঘিরে গুয়াহাটিতে ‘কা’ আন্দোলন উবে গেছে, আসুর সবুজ সংকেত, ঝিম ঝিম বৃষ্টি, রাতের শিশির ক্রিকেটের ভাগ্য নির্ধারণ করবে।



অমল গুপ্ত গুয়াহাটিঃ ৫ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭ টাই টি টোয়েন্টি বিশ্ব ক্রিকেটের মহারণ এর  গুয়াহাটি প্রস্তুতি প্রায় চূড়ান্ত। গতকাল শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা দল বল নিয়ে  গুয়াহাটি বর্ষাপাড়া স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। শুক্ৰবার সকালে বৃষ্টির জন্যে অনুশীলনে বিঘ্ন  ঘটে। এদিন বিকেলে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দলের কুলদীপ যাদব, কে এল ঠাকুর ,শিখর ধাওয়ান প্রমুখ   গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রেডিসন ব্লু হোটেল এ এসে, কিচ্ছুক্ষণ পরেই সোজা বর্ষাপাড়া স্টেডিয়াম গিয়ে  অনুশীলন শুরু করেন। 

 রাজ্যে ‘কা’ বিরোধী আন্দোলন চলছে, এই সময় মেগা ইভেন্ট কে ঘিরে সংশয় এর সৃষ্টি হয়েছিল, আন্দোলন কারি প্রধান সংগঠন আসু  র সভাপতি দীপাংক নাথ সবুজ সংকেত দিয়ে বলেছেন, এই খেলায় বাধা দেওয়া হবে না। খেলাও চলবে, আন্দোলনও চলবে। ক্রীড়া সংগঠক রা জানান, অন লাইনে প্রায় ৩০ হাজার টিকিট  বিক্রি হয়ে গেছে, আরো ১০ হাজার টিকিট আছে, দুদিনে বিক্রি হয়ে যাবে। 

 এবার গুয়াহাটির দর্শকরা চিয়ার ডিলারস দের বাঁধন হারা উল্লাস উপভোগ করতে পারবে। আন্দোলনকারীরা বাধা না দিলেও আলফা ,  মাওবাদী , এবং জিহাদিদের সম্পর্কে সব ধরনের সতর্কতা অবলম্বন করেছে রাজ্য পুলিশ। ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত, গুয়াহাটি পুলিশ কমিশনার মুন্না গুপ্তা ঘন ঘন আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করছেন।  মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল ও বার বার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখছেন। আজ টি টোয়েন্টি আয়োজকেরা অকাল বৃষ্টিতে খেলা পন্ড হবে না তো, সেই আশঙ্কা করছে। তাছাড়া সন্ধ্যা ৭ টাই খেলা শুরু হবে, তখন বৃষ্টি থামলেও প্রচুর  শিশির পড়বে, বল ভিজে যাবে , ভিজে বলে ভারতের জেতার সম্ভাবনা মাঠে মারা যাবে না তো ? আগামী ১০ জানুয়ারি খানাপাড়া সরু সোজাই স্টেডিযাম এ প্রধানমন্ত্রীর স্বপ্ন খেলো ইন্ডিয়া খেলো ইউথ গেমস শুরু হবে। 

দেশের সব কয়েকটি রাজ্যের  প্রায় ১০ হাজার খেলোয়াড় অংশগ্রহণ করবেন। ১৭ বছর থেকে ২১ বছর বয়সের মেগা ইভেন্ট এ অসমের বক্সার অংকুশিতা বোরো, রানার হিমা দাস, সাঁতারু আস্থা চৌধরী অংশ গ্রহণ করবেন বলে জানা গেলো। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল আজ সরুসোজাই  স্টেডিয়াম পরি দর্শনে যান। টি টোয়েন্টি ক্রিকেটের মতো খেলো ইন্ডিয়া গেমস রাতে ফ্লাড লাইট এ উদ্বোধন হবে। আজ পর্যন্ত ঠিক আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার স্বপনের গেম উদ্বোধন করতে আসবেন। ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী র কলকাতায় কর্মসূচী আছে। হটাৎ যদি ১০ জানুয়ারি সরুসজাই ময়দানে  প্রধানমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করে তবে অবাক হওয়ার কিছু থাকবে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.