Header Ads

মহিলাদের স্বনির্ভর করতে এগিয়ে এল ঈশানের আলো



নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে সব-কা সাথ সব কা বিকাশ-কে লক্ষ্য করে উপত্যকার একমাত্র মহিলা স্বাবলম্বী ও স্বনির্ভর পরিকল্পনার সংস্থা "ঈশানের আলো ওয়েলফেয়ার ফাইন্ডেশন" এর উদ্দোগে ৭১তম প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেই ২৬ জানুয়ারির আগেরদিন অর্থাৎ শনিবার এক অভিনব আয়োজন করে সামাজিক দায়বদ্ধতার পরিচয় গড়ে তুলে উক্ত সংস্থাটি। সম্প্রতি, এদিন সকালে বদরপুরস্থিত আশীর্বাদ ভবনের সভাকক্ষে বরাক উপত্যকার প্রত্যন্ত গ্রামাঞ্চলের মহিলাদের নিয়ে একটি সভা অনুষ্টিত হয়। এরপর অভিনব পদক্ষেপে পথসেবা স্বরূপ বদরপুর চৌমাথা থেকে রেলওয়ে স্টেশনের পাশে থাকা দুস্থ দরিদ্র- ভিক্ষুকদের কম্বল ও মধ্যাহ্ণ ভোজন প্রদান করেন সংস্থার সভাপতি সত্যজিৎ রায় সহ উক্ত সংস্থার কর্মকর্তারা। পথসেবা শেষে আশীর্বাদ ভবনের সভাকক্ষে ফিরে এসে আরেকটি সভার আয়োজন করে সমাজের স্বার্থে যারা অবিরাম গতিতে নির্ভীকভাবে সংবাদ পরিবেশনে থাকা এতদ অঞ্চলের মোট ছয়জন সাংবাদিককে সম্মান জ্ঞাপন করেন উক্ত সংস্থার পক্ষ থেকে। ছয়জন সাংবাদিক যথাক্রমে দীপন পাল, অনিন্দ‍্য ভট্টাচার্য, রবীন্দ্র কুমার দাস, শুভ সুন্দর দেব চৌধূরী, সানি রায় ও সূধন্যা সিনহা এদেরকে উত্তরীয় ও পুষ্প স্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করে একটি স্মারক তুলে দেন সংস্থার সভাপতি সত্যজিৎ দাস ও সম্পাদিকা সুপর্ণা দাস সহ অন্যান্য কর্মীরা।এদিনের মূল উদোক্তা তথা সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সত্যজিত দাস ও একজন সংবাদ কর্মী হয়ে সাংবাদিক রা যে শুধু সংবাদ পরিবেশনেই বন্দী নন,চাইলে সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন সহ অনেক কিছু পদক্ষেপ নিয়ে করে দেখাতে পারেন। আর তাঁই উদাহরণ স্বরুপ সত্যজিত দাস করে দেখানোর ইচ্ছায় বহু দরিদ্র-হতভাগ্য পরিবারের মহিলাদের স্বাবলম্বী করে তুলতে কালোঘাম ঝেড়ে ও প্রচেষ্টা চালিয়ে প্রায় তিন বৎসরের মাথায় এক বিরাট সফলতায় পৌঁছেছে।এদিন উপস্থিত বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রত্যেক মহিলারাই বক্তব্য রাখেন এবং উক্ত সংস্থার পক্ষ থেকে উপকৃত হওয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজেরার মধ্যে অনূভুতি তুলে ধরেন। এবং এদিনের উপস্থিত ও সম্মানিত ছয়জন সাংবাদিকরা ও বক্তব্য রাখতে গিয়ে উক্ত সংস্থার দীর্ঘায়ু ও সামাজিক উন্নয়ন এর চিন্তাধারায় আরো এগিয়ে যাওয়ার প্রার্থনা জানান।এদিন পরিলক্ষিত হয়েছে যে বর্তমান সমাজে আজ ও উপেক্ষিত রয়েছে গ্রামীন আর্থ-সামাজিক উন্নয়ন। সারা যুগিয়েছে গোটা বরাক উপত্যকার মহিলা সচেতন মহলে। এদিন সক্রিয়ভাবে সকল কর্মী রা সামিল  থেকে চূড়ান্ত সহযোগিতা করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.