Header Ads

আফগানিস্তানে ৮৩ যাত্রী সহ বিমান বিধ্বস্ত

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 27 জানুয়ারি

আফগানিস্তানে একটি যাত্রীবাহী বিমান ৮৩যাত্রী সহ বিধ্বস্ত হয়েছে । বিমানটি আফগান রাজধানী কাবুল থেকে হেরাত যাচ্ছিল । বিমানটি উড়ার পর আফগানিস্তানের গজনি প্রদেশের দেহ ইয়ান জেলায় বিধ্বস্ত হয় । এলাকাটি তালিবান অধ্যুষিত হওয়ায় অন্য আশঙ্কাও করা হচ্ছে ।





গজনি প্রদেশের মুখপাত্র আরিফ নুরি বিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করে বলেছেন, স্থানীয় সময় দুপুর সোয়া একটা নাগাদ দেহ ইয়ান জেলার পাহাড়ি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে । আশঙ্কা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় ও বিধ্বস্ত হয়  বিমানটি ।





প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, বিমানটি আরিয়ানা আফগান এয়ারলাইন্সের । তবে, আরিয়ানা় কতৃপক্ষ জানিয়েছে, তাদের সব বিমান নিরাপদে গন্তব্যে পৌঁছেচ্ছে। কোনও বিমান বিধ্বস্ত হয়নি।





এখনও অবধি ঘটনাস্থলের সর্বশেষ খবর জানা যায়নি । পাহাড়ি এলাকায় দুর্ঘটনা হওয়ার জন্য অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.