Header Ads

শনিবার রাতেই মোদী-মমতা বৈঠকের সম্ভাবনা, জল্পনা তুঙ্গে !!



বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ শনিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর রাতেই রাজভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা। জানা গিয়েছে, শনিবারের কর্মসূচি শেষ করে প্রধানমন্ত্রীর রাজভবনে পৌঁছতে রাত নটা হয়ে যাবে। তারপরেই হতে পারে সেই বৈঠক। শনিবার দুদিনের সফরে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ফিরে যাবেন তিনি। এই দুদিনে ব্যস্ত শিডিউল রয়েছে প্রধানমন্ত্রীর। রবিবার নেতাজি ইন্ডোরে পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে দুজনের দেখা হওয়ার কথা রয়েছে। কেননা নবান্ন থেকে শুক্রবার জানানো হয়েছে মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এদিন জাহাজ প্রতিমন্ত্রী এবং পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তাঁদের মধ্যে ১৫ মিনিট বৈঠক হয়। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী জানান তিনি পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে থাকবেন। প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, শনিবার রাত নটা নাগাদ প্রধানমন্ত্রী রাজভবনে ঢুকবেন। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী চাইছেন সেই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেই থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এর কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। কেননা প্রধানমন্ত্রী অফিস কিংবা মুখ্যমন্ত্রীর অফিস, কোনও জায়গা থেকেই এব্যাপারে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় থাকতে পারে বিভিন্ন বিষয় বলে জানা গিয়েছে, সময় পেলে মুখ্যমন্ত্রী সিএএ, এনআরসি ছাড়াও রাজ্যের বকেয়া টাকা, অর্থনৈতিক চাহিদা নিয়ে আলোচনা করবেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.