Header Ads

পয়লা মাঘের দিনটিতে মন্দিরে -মন্দিরে ভক্তের ভিড় ,পরম্পরা মেনে হল মোষের লড়াই



দেবযানী, গুয়াহাটি

 আজ পয়লা মাঘ।এই প্রথম দিনটিতেই পরম্পরা রক্ষা করে ভগবানের আশীর্বাদ নিতে রাজ্যের বিভিন্ন মন্দিরে  ভক্তের ভিড় পারিলক্ষিত হয়েছে। বৃহস্পতিবার হাজোর ঐতিহাসিক হয়গ্রীব মাধবদেব মন্দিরে এবং উত্তর গুয়াহাটির দোল গোবিন্দ মন্দিরে সকাল থেকেই হাজারো ভক্তের সমাগম ঘটে। সকাল থেকেই নাম প্রসঙ্গে  মুখরিত হয় মন্দির প্রাঙ্গণ। পরম্পরা মেনে রাজ্যের বিভিন্ন প্রান্তে হয়েছেন পরম্পরাগত খেলা এবং মোষের যুদ্ধ।বিগত ৪১ বছরের পরম্পরা রক্ষা করে নগাও এর  বঢমপুরের গোমোঠা গ্রামে অনুষ্ঠিত হয় মোষের যুদ্ধ। তিনশ বছরের ধরে পরম্পরাগত ভাবে মাঘ বিহুতে চলে আসা ঐতিহাসিক মোষের লড়াই অনুষ্ঠিত হয়।এই লড়াই দেখতে হাজারো লোকের লোক ভিড় জমায়। মাঘ মাসের প্রথম দিনটিতেই শিবসাগর জেলার ঐতিহাসিক রংঘর পরিসরে অনুষ্ঠিত হয় রংপুর মেলা ।২০১১ সনে থেকে টাই আহোম যুব পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া এই মেলাতে যথেষ্ট লোকের ভিড় হয়েছে। 

                            


এই মেলাতে  তাই আহোম,গারো, তিয়া, প্রমুখ অনেক গুলি জনগোষ্ঠীয় দলে বর্ণিল অনুষ্ঠান পরিবেশন করে ।এছাড়াও পরম্পরাগত খেলাও অনুষ্ঠিত হয়। ওদিকে ন্যায়ালয়ের নিষেধাজ্ঞার জন্য এবার রংপুরের মেলাতে মোষের যুদ্ধ হয়নি যদিও তথাপি সকাল থেকেই অজস্র লোক মেলা দেখতে ভিড় জমায়।এদিন তাই আহোমদের পরম্পরাগত লাইলুঙখাম নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুভরাম্ভ  করা হয়।  এদিকে ন্যালয়ের নিষেধাজ্ঞা অন্যদিকে পরম্পরা রক্ষার চেষ্টা।ঐতিহ্য আর পরম্পরা রক্ষা করে মাঘ মাসের প্রথম দিনই  অনুষ্ঠিত হয় মরিগাঁও জেলার আহতগুড়িতে ঐতিহ্যমণ্ডিত মোষের  যুদ্ধ। উচ্চতম ন্যায়ালয় নিষেধাজ্ঞা সত্ত্বেও পরম্পরা রক্ষার স্বার্থে এভাবে আহাতগুড়ির  সাথে নওগাঁ জেলার রহার দেওবালি,জাগিয়াল,ইত্যাদি এলাকায় লোকেরা অনুষ্ঠিত করে মোষের যুদ্ধ। সকালেই নিজের নিজের মোষকে স্নান করিয়ে লড়াই ক্ষেত্রে নিয়ে আসে গোয়ালারা ।এইবার আহাতগুডিকে  ধরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হওয়া মাঘ বিহুর পরম্পরাগত মোষের যুদ্ধের     নির্দিষ্ট কোনো আয়োজক সমিতি ছিল না। যদিও ন্যালয়ের বাধা উপেক্ষা করে গোয়ালারা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠিত করল মোষের যুদ্ধ।এই যুদ্ধ দেখতে হাজার হাজার লোকের সমাগম হয় লড়াই ক্ষেত্রে ।উল্লেখনীয় যে  উচ্চতম ন্যায়ালয়ের নির্দেশে  ২০১৪ সাল থেকে আহতগুড়ির  সাথে অন্যান্য স্থানেও আনুষ্ঠানিকভাবে মোষের যুদ্ধ করা হয়নি ।তথাপি  পূর্বের মত গোয়ালারা অনানুষ্ঠানিক ভাবে মোষের যুদ্ধ অনুষ্ঠিত করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.