Header Ads

আগামিকাল সংসদে ২০২০-২১ সালের সাধারণ বাজেট পেশ করবেন অৰ্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমণ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ  
আগামিকাল সংসদে ২০২০-২১ এর বাজেট পেশ করবেন অৰ্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমন। এ নিয়ে অৰ্থমন্ত্ৰী দ্বিতীয় বার বাজেট পেশ করবেন। বেলা ১১টায় তিনি বাজেট পেশ করবেন। তার আগে শুক্ৰবার সাধারণ বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্ৰপতির ভাষণে সংসদে বিতৰ্কের ঝড় উঠেছে। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ বলেছেন- মহাত্মা গান্ধীর ইচ্ছে মেনেই দেশে নাগরিকত্ব সংশোধন আইন করা হয়েছে। 
ছবি, সৌঃ আন্তৰ্জাল

 শুক্ৰবার পেশ হয় অৰ্থনৈতিক সমীক্ষার রিপোৰ্ট। রিপোৰ্টে বলা হয়েছে- আগামী অৰ্থবৰ্ষে দেশে করের বৃদ্ধির হার থাকবে ৬ থেকে সাড়ে ছয় শতাংশে। শনিবারের বাজেটে সাধারণ মানুষের জন্য কি বরাদ্দ রয়েছে তার দিকেই তাকিয়ে আছে গোটা দেশ । দেশে এই প্ৰথম বেকারত্বের হার সবচেয়ে বেশি। দেশে দারিদ্ৰ বৃদ্ধির হারও বাড়তে শুরু করেছে। আয় কমেছে কৃষকদের। খালি হয়েছে রাজকোষও। তাই এইসব ঘাটতি কমাতে অৰ্থমন্ত্ৰী নিৰ্মলা সীতারমন কী হিসাব দেখান তা দেখতে কৌতুহলে রয়েছেন অৰ্থনৈতিক বিশেষজ্ঞরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.