Header Ads

১ ফেব্ৰুয়ারি নিৰ্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি হচ্ছে না

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ

ফাঁসি তো হবেই তবে আইনি প্যাঁচ দিয়ে ফাঁসির দিন যতটা পিছিয়ে দেওয়া যায় তারই মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিৰ্ভয়া কাণ্ডের চার দোষীর আইনজীবী। ১ ফেব্ৰুয়ারি ভোর ৬টায় নিৰ্ভয়া কাণ্ডে দণ্ডিতদের ফাঁসি হওয়ার কথা ছিল। তবে এদিন ফাঁসি হচ্ছে না।  শুক্ৰবার এই রায় দিয়েছেন পাটিয়ালা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক ধৰ্মেন্দ্ৰ রানা।  
ছবি, সৌঃ আন্তৰ্জাল

অপরাধীদের আইনজীবীর যুক্তি দিয়েছেন- ফাঁসির সাজাপ্ৰাপ্ত বিনয় শৰ্মার প্ৰাণভিক্ষার আবেদন নিয়ে রাষ্ট্ৰপতি এখনও কোনও সিদ্ধান্ত দেননি। অক্ষয় কুমার সিংহ ও পবন গুপ্তও তাদের সামনে আইনত যে সব সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে ইচ্ছুক। বৃহস্পতিবার আদালতে ফাঁসি স্থগিত রাখার আৰ্জি জানানো হয়েছিল।
নিয়ম অনুযায়ী সব দোষীরা প্ৰাণভিক্ষার আবেদন জানানোর পরেও ফাঁসির প্ৰস্তুতিতে আরও ১৪ দিন সময় দরকার। গতকাল থেকে তিহাড় জেলে রয়েছেন জল্লাদ পবন। ফাঁসির জন্য তিনি তৈরি বলে জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.