ট্রাম্পকে ' পাগল ' বললেন নিহত কাশেম সোলেমানির মেয়ে জেইনাব
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 6 জানুয়ারি গত সপ্তাহে বাগদাদে আমেরিকার হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষ কম্যান্ডার কাশেম সোলেমানি । তারপর থেকেই ক্ষোভে ফুঁসছে ইরান। সোমবার ছিল কাশেম সোলেমানির শেষকৃত্য । আমেরিকার হামলায় বাবার মৃত্যুর পর সোলেমানির মেয়ে জেইনাব সোলেমানি বলেন , ট্রাম্প পাগলের মতো আচরণ করছেন । ' পাগল ' ট্রাম্প যেন না ভাবেন , তাঁর বাবা সোলেমানির মৃত্যুতেই সব শেষ হয়ে গেছে ।
জেইনাব বলেন , বাবার মৃত্যু আমেরিকা ও ইজরায়েলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে । ট্রাম্প ইরানি ও ইরাকিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু গোটা বিশ্ব দেখছে ইরান ও ইরাকের মানুষ কীভাবে তাঁদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন । এখন থেকে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনাদের স্ত্রী ও সন্তানেরা প্রহর গুনবে তাঁদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় ।
সোমবার সোলেমানির শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে তেহরানের রাস্তায় নেমেছিলেন লাখো মানুষ । আমেরিকা ও ইজরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা গেছে তাঁদের । ইরানের সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছিল সোলেমানির শেষযাত্রা ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
জেইনাব বলেন , বাবার মৃত্যু আমেরিকা ও ইজরায়েলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে । ট্রাম্প ইরানি ও ইরাকিদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু গোটা বিশ্ব দেখছে ইরান ও ইরাকের মানুষ কীভাবে তাঁদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন । এখন থেকে পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সেনাদের স্ত্রী ও সন্তানেরা প্রহর গুনবে তাঁদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় ।
সোমবার সোলেমানির শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে তেহরানের রাস্তায় নেমেছিলেন লাখো মানুষ । আমেরিকা ও ইজরায়েল বিরোধী স্লোগান দিতে দেখা গেছে তাঁদের । ইরানের সংবাদমাধ্যমে সম্প্রচার করা হয়েছিল সোলেমানির শেষযাত্রা ।
কোন মন্তব্য নেই