নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর: ২০০ জন দুস্থকে জামা কাপড় দিল বদরপুর শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম। গত ২৫ ডিসেম্বর প্রথম পর্যায়ে ৩০০ জন দুস্থকে জামা কাপড় কম্বল রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। এদিন দ্বিতীয় পর্যায়ে ২০০ জনকে দেওয়া হল। এদিন দুস্থদের হাতে সামগ্রী তুলে দেন শিলচর মিশনের স্বামী গুণাতীতানন্দজী মহারাজ। শুরুতে তিনি সেবা এবং তার বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেন। কেন সেবা করবেন বা তার মাহাত্ম্য কী। কেন সদগ্রন্থ পাঠ করবেন, এ নিয়ে প্রাণ্জল বক্তব্য রাখেন তিনি। শ্রী রামকৃষ্ণ শ্রী মা এবং স্বামী বিবেকানন্দের জীবনাদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ সেবায় এগিয়ে আসতে উপস্থিতদের প্রতি আহ্বান জানান তিনি। আগামী বারো জানুয়ারি যুব দিবসে বেলা এগারোটায় বদরপুর মিশন থেকে এক র্যালি বের হবে। এছাড়া রক্তদান শিবিরেরও আয়োজন করা হবে বলে জানিয়েছেন শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের সভাপতি শ্যামল চন্দ্র দে ।
কোন মন্তব্য নেই