Header Ads

মাথায় একাধিক সেলাই নিয়ে জেএনইউ ছাত্ৰী সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন আন্দোলন থেকে পিছু হটছেন না তিনি

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 6 জানুয়ারি
রবিবার রাতে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) ক্যাম্পাসে হামলা করে ৭০-৮০ জনের দুষ্কৃতীর দল। ঘটনায় গুরুতর আহত হন জেএনইউ ছাত্ৰ সংসদের সভানেত্ৰী ঐশী ঘোষ , জেএনইউ-র অধ্যাপিকা সুচরিতা সেন সমেত আরও অনেকে। ঐশীকে এইমস- এ ভৰ্তি করা হয়েছিল। তাঁর মাথায় ১৬টা সেলাই পড়েছে। অবশেষে সোমবার দুপুরের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে জেএনইউ ক্যাম্পাসে বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ছাত্ৰী ঐশী ঘোষ। তিনি সাংবাদিক বৈঠক করে রবিবারের ঘটনার বৰ্ণনা তুলে ধরেন।
ছবি, সৌঃ এএনআই

কেন পড়ুয়াদের ওপর হামলা চালানো হল তাঁর উত্তরে ঐশী বলেন- ফি বৃদ্ধির প্ৰতিবাদে তাঁদের আন্দোলনকে ভাঙতেই এই হামলা চালানো হয়েছে। হিন্দুত্ববাদী গুণ্ডাদের বিরুদ্ধে তাঁদের লড়াই চলবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি।  দুৰ্গাপুরের মেয়ে ঐশী। তিনি বলেন- খুন করার উদ্দেশ্য নিয়েই হামলা চালানো হয়েছিল। তিনি অভিযোগ তোলেন- গত কয়েকদিন ধরেই সংঘ পরিবারের অনুগত কিছু অধ্যাপক ছাত্ৰদের আন্দোলনকে ভাঙার চেষ্টা চালাচ্ছিল। গতকালের ঘটনায় স্পষ্ট যে মুখোশ পরা গুণ্ডাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কৰ্মীদের একটা বোঝাপড়া ছিল। না হলে ওইভাবে সংগঠিত হামলা চালানো যায় না।

টানা তিন ঘন্টা দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছিল বলে ছাত্ৰরা অভিযোগ তোলেন। হামলার আগে বিশ্ববিদ্যালয়ের ভিতরের সব আলো বন্ধ করে দেওয়া হয়েছিল বলে তারা জানায়। এদিন ঐশী বিশ্ববিদ্যালয়ের উপাচাৰ্যকেও তোপ দাগেন। বলেন- তিনি ছাত্ৰীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। তাই তাঁর আর এক মুহূৰ্তও ওই পদে থাকার অধিকার নেই। উপাচাৰ্যের ইস্তফার দাবিতে আরও জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

রবিবারের ঘটনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাসিস্ট সাৰ্জিক্যাল স্ট্ৰাইক এবং মহারাষ্ট্ৰের মুখ্যমন্ত্ৰী উদ্ধব ঠাকরে এই হামলাকে ২৬ /১১-র হামলার সঙ্গে তুলনা করেছেন। কংগ্ৰেস সভানেত্ৰী সনিয়া গান্ধী এই হামলাকে গণতন্ত্ৰের হত্যা বলে আখ্যা দিয়েছেন।

এদিকে, জেএনইউ-এর ঘটনায় তীব্ৰ ক্ষোভ জানিয়েছেন নোবেল পুরস্কার প্ৰাপ্ত অৰ্থনীতিবিদ অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায়। গোটা ঘটনায় তিনি নাৎসি জমানার মিল পেয়েছেন। তিনি আহত ছাত্ৰছাত্ৰীদের খোঁজ নিয়েছেন।

রবিবারের ঘটনায় উদ্বেগ প্ৰকাশ করেছেন ঐশীর বাবা। তিনি বলেছেন- ‘‘আজ আমার মেয়ে আক্ৰান্ত হয়েছে। কাল হয়তো অন্য কারোর পালা।’’ 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.