Header Ads

মাৰ্কিন বিমান হানার ফলে হতে পারে যুদ্ধ, হুমকি ইরাকের

 প্ৰতীকী ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ শুক্ৰবার ভোররাতে বাগদাদে মাৰ্কিন ড্ৰোন হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাপ্ৰধান কাসেম সুলেমানি। মাৰ্কিন বিমান হানার ফলে শুরু হতে পারে যুদ্ধ এমনটাই বলেছেন ইরাকের তদারকি সরকারের প্ৰধান আদেল আবদেল মাহদি। তাঁর কথায় - ইরাকের অভ্যন্তরে যেভাবে একজন সেনাপ্ৰধানকে হত্যা করা হয়েছে তা এদেশের সরকার ও জনগণের বিরুদ্ধে আগ্ৰাসন হিসেবেই গণ্য করা হবে। এর ফলে বড় ধরনের যুদ্ধ বেধে যেতে পারে।


এদিন ভোররাতে আচমকাই বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে অন্তত চারটি রকেট নিক্ষেপ করা হয়। মার্কিন বাহিনীর হেলিকপ্টার থেকে বাগদাদ বিমানবন্দরে মোতায়েন হাশদ আশ-শাবির দু’টি গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। এই ঘটনায় সেনাপ্ৰধান কাসেম সুলেমানি সমেত বেশ কয়েকজনের মৃত্যু হয়। দেহগুলি এমনভাবে পুড়ে যায় যে চেনাই যায় নি। 

এই ঘটনার পরেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আমেরিকার পতাকা পোস্ট করেন মাৰ্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেন্টাগনের তরফে সরকারি বিবৃতি দিয়ে এই হামলার কথা স্বীকারও করা হয়। বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালিয়েছে তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.