Header Ads

সরকারের দৃষ্টি আকৰ্ষণ করতে অসমের কাগজ কলের কৰ্মীদের সন্তানেরা ভিক্ষে করতে রাস্তায় নেমেছে

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
দীৰ্ঘ দিন ধরে তাঁদের বাড়িতে আনন্দ উৎসব হয়নি। গত তিন বছরেরও বেশি সময় ধরে বেতনহীন হিন্দুস্থান পেপার মিলের কৰ্মচারীরা। অবশেষে নিজেদের পড়াশুনা চালানোর জন্য বৃহস্পতিবার হাইলাকান্দির রাস্তায় বেরিয়ে এলো তাঁদের সন্তানরা। হাতে হাতে প্ল্যাকাৰ্ড নিয়ে পথচারীদের কাছ থেকে অৰ্থসাহায্য চাইল কাগজ কলের সন্তানরা। তাদের মধ্যে কেউ স্কুল ফাইনাল দেবে, কেউ ক্লাস নাইনের ছাত্ৰী, আবার কেউ এমবিএ পড়ছে। তাদের লক্ষ্য, এতে করে যদি রাজ্য কিংবা কেন্দ্ৰ সরকারের দৃষ্টি আকৰ্ষণ করা যায়। সরকার যদি তাদের দুঃখ লাঘব করে। 
 ছবি, সৌঃ নিউজ লাইভ

একজন বিদ্যাৰ্থী সংবাদ মাধ্যমের কাছে বলেছে- এভাবে যদি চলতে থাকে তাহলে একদিন সত্যি সত্যিই ভিক্ষের জন্য রাস্তায় নামতে হবে। বিষয়টি নিয়ে সরকারের বারবার আশ্বাস সত্যেও কোনও সুরাহা হয়নি কাগজ কলের কৰ্মীদের আৰ্থিক সমস্যার। এ নিয়ে ছাত্ৰছাত্ৰীরা আলগাপুরের বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরির সঙ্গেও দেখা করে সাহায্যের আবেদন করেছে। এই সমস্যার মধ্যেই কিছুদিন আগে কৰ্মচারীরা কাগজ কলের যে কোয়াৰ্টারগুলিতে রয়েছেন তা খালি করে দেওয়ার নোটিশ পেয়েছে। ফলত কৰ্মীদের মাথায় চিন্তার ভাজ দ্বিগুণ হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.