Header Ads

মঞ্জরি ডান্স একাডেমি- র উদ্যোগে গুয়াহাটিতে কামেশ্বরি নৃত্য মহোৎসব অনুষ্ঠিত হল

নয়া ঠাহর, গুয়াহাটিঃ মঞ্জরি ডান্স একাডেমি- র উদ্যোগে গুয়াহাটি মালিগাঁওয়ে হিতেশ্বর শইকিয়া প্ৰেক্ষাগৃহে শনিবার কামেশ্বরি নৃত্য মহোৎসব অনুষ্ঠিত হয়।
 পদ্মশ্ৰী ঘনকান্ত বরা বরয়ান, স্বামী সাধনানন্দ মহারাজ, কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড০ প্ৰশান্ত চক্ৰবৰ্তী, সংগীত শিল্পী রুম্পা কর প্ৰমুখ এদিনের শাস্ত্ৰীয় নাচের উৎসবে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


 এদিনের নৃত্যোৎসবের মূল আকৰ্ষনীয় বিষয় ছিল প্ৰখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী বৈভব আরেকর-এর উপস্থাপনা। রবীন্দ্ৰনাথ ঠাকুরের কবিতা ‘দেবতার গ্ৰাস’ তিনি তাঁর সুদক্ষ  অভিনয় ভাবের মাধ্যমে মঞ্চে উপস্থাপনা করেন। যা দৰ্শককূলকে এক অন্য মাত্ৰার আনন্দ দিয়েছে। এদিনের অনুষ্ঠানে নিজের শিল্প কলা দিয়ে মঞ্চকে আলোকিত করেছেন অতিথি শিল্পী সত্ৰীয় নৃত্য শিল্পী প্ৰেরণা ভুঁইঞা, সীতা রানি হাজরিকা,ওডিসি নৃত্য শিল্পী শিব নারায়ণ বন্দ্যোপাধ্যায় প্ৰমুখ। সকলকেই ২০২০ সালের কামেশ্বরি নৃত্য সম্মানে সম্মানিত করা হয়।


নৃত্য প্ৰতিষ্ঠানটির কৰ্ণধার তথা নৃত্য উৎসবের পরিচালক নৃত্য শিল্পী তটিনী দাস নয়া ঠাহরকে জানান- ‘‘প্ৰত্যেক বছরের মতো এবছরও ভারতীয় শাস্ত্ৰী নৃত্যের উৎসব অনুষ্ঠিত করা হল। আমাদের মূল লক্ষ্য যুব প্ৰজন্মকে শাস্ত্ৰীয় নৃত্যের প্ৰতি আকৰ্ষিত করে তোলা। এদিনের অনুষ্ঠানে নৃত্য প্ৰতিষ্ঠানটির ছাত্ৰছাত্ৰীদের উপস্থাপনাও দৰ্শকদের আনন্দ দিয়েছে।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.