বাংলায় বনধ বা ধৰ্মঘট হবে না স্পষ্ট বাৰ্তা মমতার
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 6 জানুয়ারি
বাংলায় বনধ বা ধৰ্মঘট হবে না স্পষ্ট জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়।
১২ দফা দাবিতে বাম সমেত একাধিক ট্ৰেড ইউনিয়ন ও ফেডারেশনগুলো ৮ জানুয়ারি দেশে সাধারণ ধৰ্মঘটের ডাক দিয়েছে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
সোমবার কপিলমুনির আশ্ৰমে মুখ্যমন্ত্ৰী বলেন- বাংলার সরকার বনধ সমর্থন করে না। এমনিতেই দেশে অর্থনৈতিক বিপর্যয় চলছে। সেটা আমাদের দেখতে হবে। দেশের মানুষের যাতে ক্ষতি না হয় সেটাও আমাদের দেখা উচিত।” বনধকে ‘সস্তার রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন তিনি। সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলে দেওয়া হয়েছে, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীকে ওই দিন কাজে যোগ দিতে হবে। তবে যে সমস্ত কর্মীরা হাসপাতালে আছেন, দীর্ঘদিন অসুস্থ বা মাতৃকালীন ছুটিতে আছেন তাঁদের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে না।
কোন মন্তব্য নেই