অসমে বাড়লো ২২১,৫৪ বর্গকিলোমিটার বনাঞ্চল
দেবযানী, গুয়াহাটি
যে সময় বনাঞ্চল দ্রুতগতিতে হ্রাস পাচ্ছে এবং এই নিয়ে বিশ্বজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সেই সময়ে দেশে ২২১,৫৪ বর্গকিলোমিটার বনাঞ্চল বৃদ্ধি পেয়েছে । চলতি বছরে ভারতীয় অরণ্যের স্থিতি সম্পর্কীয় প্রকাশ করা এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। দেশে সম্প্রতি বনাঞ্চলের পরিমাণ সরকারি তথ্য অনুসারে ৭,২২,২৪৯ বর্গকিলোমিটার ।আর এটা হচ্ছে দেশের ভৌগোলিক অঞ্চলের ২১.৬৭ শতাংশ ।সর্বশেষ প্রতিবেদন অনুসারে অসমের বনাঞ্চল আগের থেকে ২২১.৫৪ বর্গকিলোমিটার বেশী হবার বিপরীতে উত্তর পূর্বাঞ্চলে বনাঞ্চলের পরিমাণ৭৬৫বর্গ কিলোমিটার পর্যন্ত হ্রাস পেয়েছে। ওদিকে উত্তর-পূর্বাঞ্চলে বনাঞ্চলের পরিমাণ ৭৬৫ বর্গ কিলোমিটার এর ভেতরে মেঘালয় ,অরুণাচল,মনিপুর এবং নাগাল্যান্ড,বন্য ভূমি ব্যাপক হারে হ্রাস পেয়েছে।উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা বিবৃতিতে ২০১৭সনের নভেম্বর থেকে ২০১৯ সনের ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের মোট বনভূমি ২৮,৩২৬,৫১ বর্গ কিলোমিটার।আর এটা।হয়েছে অসমের মোট ভৌগলিক অংশের ৩৬.১১ শতাংশ।বন আস্বাদন ঘনত্বের ক্ষেত্রে রাজ্যের ২,৭৯৪,৮৬বর্গ কিলোমিটার অতি ঘন অরণ্য আর ১০,২৭৮,৯১ বর্গ কিলোমিটার মাঝারি ঘন অরণ্য।অন্যদিকে ১৪,২৫২,৭৪বর্গ কিলোমিটার কম ঘন অরণ্য বলে বলা হয়েছে।কেন্দ্রীয় সরকারের বন আর পরিবেশ মান্ত্রালয়ের প্রকাশ করা তথ্যটি স্বাভাবিক ভাবে অসমের অরণ্য প্রেমীদের কিছু হলেও উৎসাহিত করেছে।
কোন মন্তব্য নেই