Header Ads

নেই বার্থ সার্টিফিকেট! নিজের জন্ম কবে, মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্যের সঙ্গে মিল নেই সংসদের তথ্যে !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

তাঁর জন্ম হাসপাতালে হয়নি। তাই তাঁর কোনও বার্থ সার্টিফিকেট নেই। পাথরপ্রতিমায় এমনটাই মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধায়। নিজের মায়ের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেছেন, সন্ধি পুজোর সময় তাঁর জন্ম হয়েছিল। কিন্তু সরকারিভাবে যে জন্ম তারিখ দেওয়া রয়েছে সংসদে, তা ভুল, মুখ্যমন্ত্রীর প্রকাশ্য মন্তব্যেই তা স্পষ্ট হয়ে গেল। 

নাগরিকত্ব আইন নিয়ে বিরোধিতার কথা উঠতেই চলে আসছে  নিজের কিংবা বাবা-মায়ের জন্ম কিংবা জন্মস্থানের কথা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁর নিজের কোনও বার্থ সার্টিফিকেট নেই। কেননা তাঁর জন্ম হয়নি হাসপাতালে। মা-র কাছ থেকে তিনি শুনেছেন, সন্ধিপুজোর সময় জন্ম হয়েছিল তাঁর। ৫ জানুয়ারি জন্মদিন নয়, লোকসভায় হুজ হুতে এই তারিখটি ছিল বলেই মন্তব্য করেছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়েছিলেন গায়ত্রী দেবী মেয়ের জন্মতিথি মানতেন দুর্গাষ্টমীর দিনটিকে। কিন্তু স্কুলে ভর্তির সময় নেত্রীর বাবা ৫ জানুয়ারি দিনটি দিয়ে দেন।
পাথরপ্রতিমার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেউ আপনার ঘরের দরজায় এসে বলতে পারেন, আপনার জন্ম কবে। প্রশ্ন করতে পারে আপনার বাবা মায়ের জন্ম কোথায়। এই ধরনের কথার কোনও উত্তর দেবেন না।
পাথরপ্রতিমায় মুখ্যমন্ত্রী বলেন, কারও ওপর নির্ভর করতে হবে না নাগরিকত্বের জন্য। কেননা খাদ্যসাথী প্রকল্পে ডিজিটাল রেশন কার্ড রয়েছে। রয়েছে ভোটার কার্ড। পঞ্চায়েত থেকে সংসদ নির্বাচনে অংশ নেন সাধারণ মানুষ। সেই থেকেই প্রমাণিত সবাই দেশের নাগরিক। সেটাই তাদের অধিকার।
সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাংলাদেশ থেকে আগত শরণার্থীরা আশ্রয় নিয়েছে। পাথরপ্রতিমার সভা থেকে মুখ্যমন্ত্রী তাদের
আশ্বস্ত করে বলেন, পশ্চিমবঙ্গের সব শরণার্থী কলোনিগুলিকে সরকার অনুমোদন দিয়েছে। তাই তাদের ভয় পাওয়ার কোনও কারণ নেই।
বিরোধী শাসিত একের পর রাজ্য সিএএ-এর বিরোধিতায় সরব হয়েছে। রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সাফ জানিয়েছেন, সিএএ লাগু করতে তারা দেবন না। এরপরেই কেন্দ্রের সিদ্ধান্ত অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করা হবে। কিন্তু এই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ অনলাইনে কি ভাত রান্না হবে।
সিএএ এনআরসি নিয়ে ওদের এক-একজন একএকরকম বলছেন। সকালে একরকম তো, বিকেলে-রাতে একরকম। প্রসঙ্গত, সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, সারা দেশে এনআরসি লাগু করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী বলছেন বিষয়টি নিয়ে আলোচনাই করা হয়নি।
অনলাইনে সিএএ-র আবেদন নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, অনলাইনে কি ভাত রান্না হবে। তিনি বলেন, এক্ষেত্রে ফিজিক্যাল এগজিসট্যান্সের প্রয়োজন আছে।
পাথরপ্রতিমার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বুলবুলের সময় পাহারা দিয়েছেন তিনি। এবার সিএএ-এনআরসি-এনপিআর-এর বিরোধিতায় নিজেকে জনগণের পাহারাদার হিসেবে তুলে ধরলেন তিনি। বলেন, কেউ অধিকার কাড়তে এলে তাঁর (মমতা) মৃতদেহের ওপর দিয়ে যেতে হবে। তিনি বলেন, আপনাদের চিন্তা আমার ওপর ছেড়ে দিন, আমি পাহারা দেব।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.