Header Ads

বনধের নামে গুন্ডামি করছে সিপিএম,গায়ের জোরে বনধ চলবে না বাংলায়, হুঁশিয়ারি মমতা !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

গায়ের জোরে বনধ করছে সিপিএম। জায়গায় জায়গায় গুণ্ডামি দাদাগিরি চলছে। গায়ের জোরে বাংলায় বনধ চলবে না। বুধবার এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকাল থেকেই বনধের সমর্থনে রাস্তায় নেমে অবরোধ, বাস ভাঙচুর, জোর করে দোকান বন্ধ করে ধর্মঘটীরা। 

গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও বনধ পালন করছে বামেরা। ১০টি শ্রমিক সংগঠনের ডাকে এই বনধে প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। শহর কলকাতাতেও তার প্রভাব পড়েছে। একাধিক জায়গা থেকে অশান্তির খবর আসছে। বামেরা বনধের নামে গুণ্ডাগিরি করছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে জনগণের সম্পত্তিহানি করা হয়েছে তার জন্য কাউকে রেয়াত করা হবে না। আইনত পদক্ষেপ করা হবে তাঁদের বিরুদ্ধে। বাংলায় গায়ের জোরে বনধ করা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা।
জেএনইউ-তে যে ছাত্র আন্দোলন চলছে তার পাশে তৃণমূল কংগ্রেস আছে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি অভিযোগ করেছেন বনধের মতো হিংসাত্মক আন্দোলেনর পথে না গিয়ে শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়া উচিত সব রাজনৈতিক দলের। যেভাবে সিঙ্গুর আন্দোলন হয়েছিল সেভাবেই শান্তিপূর্ণ পথে আন্দোলনের কথা বলেছেন তৃণমূল নেত্রী। বামেদের হিংসাত্মক বনধ কোনও ভাবেই সমর্থন যোগ্য নয় বলে দাবি করছেন মমতা।
দিল্লিতে বনধ করার ক্ষমতা নেই বামেদের পশ্চিমবঙ্গে বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করার ক্ষমতা বামেদের নেই। সেখানে একটিও মিছিল বের করার ক্ষমতা নেই তাঁদের।
সেকারণেই রাজ্যে হিংসাত্মক পথে বনধ করছে বামেরা।
বিজেপির সঙ্গে লড়াইয়ের ক্ষমতা নেই বামেদের বলে কটাক্ষ করেছেন তিনি।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বনধ ঘিরে অশান্তি বাড়ছে
শহর কলকাতায়। যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি। জোর করে
দোকান বন্ধ করার অভিযোগ ধর্মঘটীদের বিরুদ্ধে। পুলিস মিছিল আটকালে ধস্তাধস্তি শুরু হয়। আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মী সমর্থকরা। পুলিসের গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
সুজন চক্রবর্তী সহ বেশ কয়েকজন বাম নেতাকে গ্রেফতার করে পুলিস । তাঁকে পুলিসের গাড়িতে তোলা হলে পুলিসের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বাম-কর্মী সমর্থকরা। সুজন চক্রবর্তীকে গ্রেফতার করে যাদবপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রতিবাদে উত্তেজনা ছড়িয়ে পড়ে যাদবপুর এলাকায়। বাস ও পুলিসের গাড়িতে ভাঙচুর চালায় ধর্মঘটীরা। মারমুখী ধর্মঘটীদের উপর লাঠিচার্জ করে পুলিস। ধর্মঘটীদের সঙ্গে পুলিসের ধুন্ধমার বাধে।
যাদবপুরে অবরোধ করতে শুরু করেন বাম কর্মী সমর্থকরা। পুলিস অবরোধ তুলে গ্রেফতার করে নিয়ে যায় বাম কর্মী সমর্থকদের। বাসে করে তাঁদের নিয়ে যায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুরের এইট বি বাসস্ট্যান্ডে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিস বাহিনী। র‌্যাফ নামানো হযেছে গোটা এলাকায়। যাদবপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিস।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.