Header Ads

মহানগরে সংঘটিত এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে জীবন্ত দগ্ধ হয়ে দুই শিশুর করুন মৃত্যু


দেবযানী, গুয়াহাটি।

নিয়তির কী নিষ্ঠুর পরিহাস ,পুত্রের জন্মদিনের নিমন্ত্রণ করতে বাড়ির দরজায় হুক লাগিয়ে পাশের বাড়ি নিমন্তন্ন করতে গিয়েছিলেন মা। শর্ট সার্কিট এর ফলে আগুন লেগে জন্মদিনের দিনই মৃত্যুবরণ করল পুত্র। বৃহস্পতিবার নগরের বেলতলাতে ঘটে যায় এই ঘটনা। ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ফলে করুণ মৃত্যু হয় দুটি শিশুর ।এদিন দুপুর প্রায় ১ টার সময় ওয়ারলেসের বৈশিষ্ট্যপুর উপপথে এক বাড়িতে দ্বিতীয় তলায়  আগুন লাগে। শর্টসার্কিটের ফলে আগুন লাগার সন্দেহ করছে পুলিশ।উল্লেখ্নীয় যে তুষার ও শিল্পী গোস্বামীর দুই ছেলে শঙ্কর দেব শিশু নিকেতনের  ছাত্র ঈশান(৮) ও ইবন(৪) গোস্বামী সেদিন স্কুল ছুটি থাকার জন্য নিজের বাড়িতেই ছিল।এদিন ছিল ইবনের জন্মদিন ।বাড়ির উপরের তলায় খেলছিল তারা।মা ছেলের জন্মদিন উপলক্ষে দরজার হুক লাগিয়ে পাশের বাড়ি নিমন্ত্রণ করতে গিয়েছিল।আর ঠাকুমা নীচে রোদে বসে ছিলেন।সেই সময় হঠাৎ ঘরে আগুন লাগে।অগ্নি নির্বাপক।বাহিনীর অনুমান যে শার্ট সার্কিটের ফলেই  আগুন লাগে।ওদিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ও পাশের রান্না ঘরে রাখা ছয়টি সিলিন্ডারের মধ্যে দুইটি সিলিন্ডার বিস্ফোরণ হয়  আর আগুন সম্পুর্ন উপরতলায় ছড়িয়ে পড়ে ।আর এই আগুনের মাঝে আবদ্ধ হয়ে পড়ে দুই ভাই।মাকে চিৎকার করে ডাকতে থাকে দুই ভাই।আগুন দেখে আশে পাশের বাড়ির লোকেরা ছুটে আসে কিন্তু আগুনের লেলিহান শিখা ততক্ষনে গ্রাস করে নিয়েছে দুই ভাইকে।জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা যায় দুই ভাই।খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনা স্থলে পৌঁছে যায় আর আধা ঘন্টার মধ্যে আগুন আয়ত্তে আনে।ততক্ষনে সব শেষ হয়েছে। ছেলে দুটির।বাবা শিবসাগরে কর্মরত। 
উল্লেখনীয় যে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীদের কথায় জানা গেছে যে ঘরের ভিতর কাগজ পত্র ,প্লাস্টিক ইত্যাদি ছিল ফলে খুব তাড়াতাড়ি আগুন ছড়িয়ে পড়ে।ঘটনাটি নিয়ে পুরো এলাকাতে শোকের ছায়া নেমেছে।বাবা মা যা হারিয়েছে তা কোনোদিন ফিরে পাবার নয়।তথাপি একটু অসাবধানতা বড় বিপদ ডেকে আনে।সেজন্যই বাবা মা ও অভিভাবকদের খুব সতর্ক থাকতে লাগে যাতে সন্তানদের কোনো ক্ষতি না হয়।ওদিকে এই ঘটনায় গভীর শোক প্রাকাশ করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।তিনি এই ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.