Header Ads

জম্মু ও কাশ্মীরের নিলম্বিত ডিএসপি দেবেন্দর সিং সমেত আরও ৩ জনকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠাল বিশেষ আদালত

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ 
জম্মু ও কাশ্মীরের নিলম্বিত ডিএসপি দেবেন্দর সিং এবং আরও তিন জনকে বৃহস্পতিবার ১৫ দিনের জন্য এনআইএ হেফাজতে পাঠাল বিশেষ আদালত। সেখানে তাদেরকে জীজ্ঞাসাবাদ করা হবে। বেআইনী কাৰ্যকলাপ এবং অস্ত্ৰ আইনের অধীনে দেবেন্দরকে আগেই ধরেছিল এনআইএ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল

গত ১১ জানুয়ারি উপত্যকায় সন্ত্ৰাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিনের জঙ্গিদের সঙ্গে গাড়িতে ধরা পড়েছিলেন  রাষ্ট্ৰপতি পদকপ্ৰাপ্ত পুলিশ আধিকারিক দেবেন্দর সিং।

শ্ৰীনগর বিমানবন্দরের অপহরণ বিরোধী বাহিনীর সদস্য ছিলেন তিনি। দক্ষিণ কাশ্মীরের কুলগামে একটি গাড়িতে তল্লাশির সময় ধরা পড়ে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দেবেন্দর সিং।

এই ঘটনায় হতবাক হয়েছেন নিরাপত্তাবাহিনীর আধিকারিকরাও। তল্লাশির সময় গাড়ি থেকে গ্ৰেফতার করা হয় হিজবুল মুজাহিদিনের কম্যান্ডার নাভিদ আহমেদ শাহ ওরফে নাভিদ বাবুকে। সঙ্গে গ্ৰেফতার হয় আরও ৩ জন জঙ্গি। সেই গাড়িতেই ছিলেন দেবেন্দর। তাদের জিজ্ঞাসাবাদে ২টি জায়গা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ২টি জায়গা থেকে ৩টি একে৪৭ রাইফেল ও বেশ কয়েকটি গ্ৰেনেড উদ্ধার করেছে নিরাপত্তারক্ষীরা। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.