Header Ads

ট্যুইট করে নেতাজি সুভাষ বসুকে নিয়ে এক অজানা তথ্য সামনে আনলেন প্রধানমন্ত্রী মোদী !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

সুভাষ চন্দ্র বসু’র আজ ১২৩ তম জন্ম জয়ন্তী। আর আজকের এই শুভ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারতীয়দের উন্নতি আর ভালোর জন্য সর্বদা এগিয়ে থাকা নেতাজি’কে এই দেশ চিরকাল মনে রাখবে। নরেন্দ্র মোদী ট্যুইট করে ১.৫৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে স্বাধীনতা সংগ্রামে নেতাজির যোগদানের ব্যাপারে বলেন ও দেশের স্বাধীনতায় ওঁর আত্মত্যাগ স্মরণ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘ভারত নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্ব আর উপনিবেশবাদের বিরোধিতায় ওনার যোগদান সবসময় মনে রাখবে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ বসুর পিতা জানকিনাথ বসু’র ওঁর জন্মের সময় লেখা একটি চিঠির কথা উল্লেখ করে ট্যুইট করেন। ট্যুইটের ক্যাপশনে উনি লেখেন, ‘২৩ জানুয়ারি ১৮৯৭, জানকিনাথ বসু নিজের ডায়রিতে লিখেছিলেন, ‘মধ্যরাতে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে।” আর সেই ছেলে একজন বীর স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠলেন। উনি নিজের জীবন মহান ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য সমর্পিত করে দেন। আমি নেতাজি সুভাষ বসুর কথা বলছি, ওঁকে আজ তাঁর জন্ম জয়ন্তীতে গর্বের সাথে স্মরণ করছি।”

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.