Header Ads

পশ্চিমবঙ্গের ভাটপাড়ায় আস্থাভোটে জয় তৃণমূলের, বিকেলে খারিজ হাইকোৰ্টে



 ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ বৃহস্পতিবার সকালে ছিল ভাটপাড়া পুরসভার আস্থাভোট। ভোটের পর সবুজ আবিরে উৎসব শুরু হয় তৃণমূলের। কিন্তু সেই আনন্দ মাটি হয়ে যায় বিকেলে।  কলকাতা হাইকোৰ্ট ওই আস্থাভোট খারিজ করে দেয়। সেইসঙ্গে আদালত জানিয়ে দেয়, ভাটপাড়ার ভবিষ্যৎ পুর আইন মেনে ঠিক হবে। পরবৰ্তী পদক্ষেপও আদালতই বলে দেবে।

এদিন ১৯-০ ব্যবধানে জিতে ভাটপাড়া পুরসভার দখল নেয় শাসক দল। তারপরই তৃণমূলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হন বিজেপির কাউন্সিলররা। তারপরই আদালত নিৰ্দেশ দেয় অনাস্থা প্ৰস্তাব নিয়ে ভোটাভুটি খারিজ।

কলকাতা হাইকোৰ্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। আগামিকাল ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল কংগ্ৰেস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.