Header Ads

রাজস্থানের সরকারি হাসপাতালে একমাসে ১০০টি শিশুমৃত্যু, মুখ্যমন্ত্ৰী ও কংগ্ৰেস সরকারকে তোপ মায়াবতীর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ রাজস্থানের কোটা শহরে সরকারি হাসপাতালে এক মাসে ১০০ টি সদ্যজাত শিশু মারা গিয়েছে। এই ঘটনায় ওই রাজ্যের মুখ্যমন্ত্ৰী অশোক গেহলটের তীব্ৰ নিন্দা করলেন বহুজন সমাজ পাৰ্টির নেত্ৰী মায়াবতী। এতোগুলো শিশু মৃত্যু নিয়ে মুখে কুলুপ এঁটে রাখার জন্য কংগ্ৰেসের শীৰ্ষস্থানীয় নেত্ৰী প্ৰিয়ঙ্কা গান্ধীরও সমালোচনা করেছেন তিনি। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

বৃহস্পতিবার সকালে তিনি হিন্দিতে ট্যুইট করে বলেন- রাজস্থানের মুখ্যমন্ত্ৰী শিশুমৃত্যু নিয়ে যেমন উদাসীনতা দেখাচ্ছেন, তা অত্যন্ত নিন্দনীয়। মুখ্যমন্ত্ৰী এবং তাঁর সরকারকে তিনি বিবেচনাহীন, উদাসীন এবং দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন।

কংগ্ৰেস নেত্ৰী প্ৰিয়ঙ্কার নাম না করে এদিন তিনি ট্যুইটে লিখেছেন- তার থেকেও বেশি দুঃখের বিষয়টি হচ্ছে যে কংগ্ৰেসের শীৰ্ষ নেত্ৰী বিশেষ করে মহিলা মহাসচিব এ বিষয়ে মুখে কুলুপ এটে রেখেছেন। উত্তরপ্ৰদেশের মতো ওই গরিব মায়েদের সঙ্গে তিনি দেখা করলে ভাল হতো, যাদের কোল শুধুমাত্ৰ তাঁর পাৰ্টির সরকারের অবহেলার কারণে খালি হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.