Header Ads

টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে শ্রীলঙ্কা দল গুয়াহাটিতে পা দিল, কাল আসবে বিরাট বাহিনী


অমল গুপ্ত, গুয়াহাটীঃ অসমে ‘কা’ বিরোধী আন্দোলন কিছুটা স্তিমিত বলে মনে হলেও রাজ্যে বিচ্ছিন্ন ভাবে আন্দোলন চলছেই। বৃহস্পতিবার শিবসাগরে বিজেপি সাংসদ তপন গগই কে আসু এবং জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কালো পতাকা দেখান। উজান অসমের নাহারকাটিয়া, ডুমডুমা,প্রভৃতি জায়গাতে আন্দোলন চলছে, মুখ্যমন্ত্রীর কনভয় আটকে কালো পতাকা দেখানোর জন্যে নলবাড়িতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে, আজও প্রতিবাদ চলেছে। রাজ্যে প্রতিবাদ আন্দোলনের মধ্যে আর্ন্তজাতিক পর্যায়ের  টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এবং জাতীয় পর্যায়ের খেলো ইন্ডিয়া ইউথ গেমস শুরু হবে ১০ জানুয়ারি থেকে।

 দেশের ৯ টি কেন্দ্রীয় শাসিত রাজ্য সহ ৩৭ টি রাজ্যের ১০ হাজার খেলোয়াড়, কর্মকর্তা অংশগ্রহণ করবেন । ১২০ টি হোটেল বুক করা হয়েছে, ১১ টি ময়দানে ২০ টি ইভেন্ট হবে খেলো ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার অবিনাশ জোশি জানান। আর ৪৮ ঘন্টা বাদে ভারত -শ্রীলঙ্কা টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। শ্রীলঙ্কা টিম আজ গুয়াহাটি এসে পৌঁছল, কাল শুত্রু বার  বিরাট বাহিনী এই শহরে পা দেবে। কাহিলিপাড়া বর্ষা পাড়া ক্রিকেট স্টেডিয়ামে এই খেলা শুরু হবে। গুয়াহাটির পাঁচ তারা হোটেল রেডিসন ব্লু, তাজ ভিভান্ট সহ অন্যান্য হোটেল সব বুক, আজ থেকেই কাহিলিপাড়া বর্ষাপাড়া এলাকা পুলিশে পুলিশে ছয় লাপ। একদিকে ‘কা’ বিরোধী আন্দোলন অপরদিকে আলফা, মাওবাদীদের হুমকি, অসম পুলিশ উদ্বিগ্ন, গুয়াহাটি মহানগর ইতিমধ্যে আধা সামরিক বাহিনীর টহালদারী চলছে, রাজ্যে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী এসেছে। নতুন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত নিরাপত্তার মাঝে কোনও ফাঁক রাখতে চাইছেন না। হোটেল, ময়দান সর্বত্র কড়া নিরাপত্তার চাদরে মুরে ফেলা হয়েছে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস এবং ক্রিকেট টুর্নামেন্ট যাতে কোনো অশান্তির সৃষ্টি না হয়, সুচারু ভাবে সম্পন্ন হয় তারজন্য বিশিষ্ট সংগীতশিল্পী জুবিন গার্গ , অর্জুন পুরস্কার বিজেতা ভোগেস্বর বরুয়া আন্দোলনকারীদের কাছে আবেদন করেছেন। রাজ্যের উপজাতি ছাত্র সংস্থা ও এই টুর্নামেন্ট বাধা না দেবার আর্জি জানিয়েছে । মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন, অসমে গত তিন বছর থেকে জাতীয়  আর্ন্তজাতিক পর্যায়ের খেলা শান্তি পূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে অসমের সুনাম বেড়েছে, এবারও শান্তি পূর্ণ ভাবে টুর্নামেন্ট হবে বলে আশা প্রকাশ করেছেন। দেশের প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া ইউথ গেমস, উদ্বোধনে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে সরকারি সূত্রে জানা গেছে। কিন্তু ‘কা’ বিরোধী আন্দোলনের ফলে সরকার প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ করার ঝুঁকি নিচ্ছেন না। তবে পরিস্থিতি কি হয় বলা যাচ্ছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.