২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডের চার দোষীর ফাঁসি
নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 7 জানুয়ারি
নির্ভয়া কান্ডে দোষী চারজনের ফাঁসির নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট । ২২ জানুয়ারি সকাল ৭ টায় ফাঁসি দেওয়ার নির্দেশ দিল আদালত । পরবর্তী আইনি সাহায্য নেওয়ার জন্য দোষীদের ১৪ দিনের সময় দেওয়া হয়েছে ।
নির্ভয়া কান্ডে দোষী চারজনের ফাঁসির নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট । ২২ জানুয়ারি সকাল ৭ টায় ফাঁসি দেওয়ার নির্দেশ দিল আদালত । পরবর্তী আইনি সাহায্য নেওয়ার জন্য দোষীদের ১৪ দিনের সময় দেওয়া হয়েছে ।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
দোষীদের ফাঁসির সাজা এগিয়ে আনার জন্য পাতিয়ালা হাউস কোর্টে আবেদন জানিয়েছিলেন নির্ভয়ার বাবা - মা। সাজা শোনার পর নির্ভয়ার মা বলেছেন, আইনের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস আবার ফিরবে । আমার মেয়েটা বিচার পাবে ।
চার দোষী অক্ষয় ঠাকুর সিং , মুকেশ সিং , পবন গুপ্তা ও বিনয় শর্মা। দোষী অক্ষয় ঠাকুর সিংয়ের রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত । অক্ষয়ের পর পবন গুপ্তা ও আদালতে আবেদন জানিয়েছিল। পবনের আইনজীবীর বক্তব্য ছিল, ঘটনার সময় নাবালক ছিল পবন। তাই সাজা যেন জুভিনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী হয় ।
দিল্লিতে ২০১২ সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে ফাঁকা বাসে জোর করে তুলে নেওয়া হয়েছিল বছর কুড়ি মেডিক্যাল পড়ুয়া তরুণীকে । এরপর তাঁর ওপর অবর্ণনীয় অত্যাচার চালায় অভিযুক্তরা । গণধর্ষণ করে পাঁচজন । নিম্ন আদালত পাঁচ জনকে ফাঁসির সাজা দিয়েছিল । রাম সিং নামের এক দোষী জেলেই আত্মঘাতী হয়েছিল । আর এক দোষী অপরাধের সময় নাবালক হওয়ায় সর্বোচ্চ তিন বছর জেলে থাকার পর ছাড়া পায় ।









কোন মন্তব্য নেই