Header Ads

মুম্বইয়ের ছাত্র বিক্ষোভে ' ফ্রি কাশ্মীর ' - লেখা প্ল্যাকার্ড, তদন্তে নামল পুলিশ

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 7 জানুয়ারি  
জেএনইউতে হামলার প্রতিবাদে রবিবার থেকে মুম্বইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্রছাত্রীরা । মঙ্গলবার সকালে টেনে হিঁচড়ে  গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সরিয়ে দেয় পুলিশ । এখন বিক্ষোভকারীরা সেখান থেকে দূরে আজাদ ময়দানে অবস্থান করছেন ।

ছবি, সৌঃ আন্তৰ্জাল

গেটওয়ে অফ ইন্ডিয়ায় বিক্ষোভ চলাকালীন এক তরুণীর হাতে ' ফ্রি কাশ্মীর ' লেখা প্ল্যাকার্ড দেখা গিয়েছিল। তরুণীর নাম মেহক মির্জা প্রভু। এর জেরে শুরু হয় বিতর্ক ।


মেহক ইউটিউবে প্ল্যাকার্ড হাতে নেওয়া নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন । মেহেকের বক্তব্য, ৬ জানুয়ারি সন্ধ্যায় তিনি গেটওয়ে অফ ইন্ডিয়ায় গিয়েছিলেন । সেখানে তখন বিক্ষোভ দেখানো হচ্ছিল । সেখানেই তিনি ফ্রি কাশ্মীর লেখা প্ল্যাকার্ডটি পড়ে থাকতে দেখেন । তিনি প্ল্যাকার্ডটি কুড়িয়ে নিয়েছিলেন ।


মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার সংগ্রামসিংহ নিশানদার জানিয়েছেন, বিষয়টাকে তাঁরা হালকাভাবে নিচ্ছেন না। তাঁরা এবিষয়ে তদন্ত করে দেখছেন ।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশও এবিষয়ে টুইট করেছেন । টুইটে ফডনবিশ প্রশ্ন তোলেন , ওখানে কি ধরনের বিক্ষোভ হচ্ছিল? ফ্রি কাশ্মীর বলে স্লোগান দেওয়া হয়েছে কেন?  মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দিকেও প্রশ্ন তুলে ফডনবিশ বলেন, উদ্ধবজি , আপনি কি নাকের ডগায় এভাবে ভারতবিরোধী প্রচার চলতে দেবেন?

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.