Header Ads

পরিবেশ ও স্বাস্থ্য রক্ষায় এগিয়ে এল ইনফয়েড


নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর, 2 জানুয়ারি: অরণ্য ধংস করা মানে নিজেকেই ধংস করা। এই ধংসের হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই বিভিন্ন সমাজসেবী এবং বেসরকারি সংস্থা হাত মিলিয়ে একযোগে কাজ করছে। একই উদ্দেশ্যে দিল্লির ' ইনফয়েড ' বেসরকারি সংস্থা বদরপুর জুমবস্তিতে তার রিজিওন্যাল শাখা খুলেছে।  সদ্য অবসর নেয়া বনকর্মী তথা বরাকে বনরক্ষী সমাজের প্রতিষ্ঠাতা সম্পাদক শুভসুন্দর দেব চৌধুরী কে রিজিওন্যাল কোর্ডিনেটরের দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থা পরিবেশ, স্বাস্থ্য সহ অন্যান্য সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করবে। সংবাদ কর্মী অনিন্দ্য ভট্টাচার্য ডেপুটি কোর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে এই কাজে বন ও স্বাস্থ্য বিভাগের অবসর প্রাপ্ত দক্ষ কর্মীদের পরামর্শ ও সহযোগিতা  চাওয়া হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.