Header Ads

ত্রিপুরার "বাবা গোরক্ষনাথ গোশালায়" পূজনীয় শিবনাথজি মহারাজের শুভাগমন



নয়া ঠাহর প্রতিবেদন, ধর্মনগর, ২ ডিসেম্বরঃ ত্রিপুরা রাজ্যের প্রথম রেজিস্টার্ড গোশালা "বাবা গোরক্ষনাথ গোশালা" (রেজি নং: iv-০০২৪৩) উত্তর ত্রিপুরা জেলার রাজনগর (আনন্দ বাজার) গ্রামের শান্তি গোপাল ও কান্তি গোপাল দেবনাথ বছর কানেক পূর্বে এই গোশালার শুভাৰম্ভ করেন| ২০২০ সনের ১লা জানুয়ারী ওড়িষ্যা কেয়ারব্যাংক মঠের পিঠাদিশ্বর শ্রীশ্রী শিবনাথ জি মহারাজ ধর্মনগরের বাবা গোরক্ষনাথ মন্দিরের দীক্ষানুষ্ঠান সম্পন্ন করে আজ বিকাল ৩.৩০ ঘটিকায় গোশালায় শুভাগমন করেন| গোশালায় শ্রী গুরু জি উপস্থিত গ্রামবাসী ও শিষ্যদের উদ্যেশ্যে গো পুজান, গো সেবা, গো পালন তথা গো রক্ষা বিষয়ে বিশেষ প্রবচন প্রদান করেন| বাবা গোরক্ষনাথ গোশালার সার্বিক বিকাশের উদ্যেশ্যে গ্রামবাসী ও শিষ্যদের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন|
উল্যেখ, ত্রিপুরা রাজ্যের গো-তস্করী বিষয়েও শ্রী গুরুজী বিশেষ দুঃখ প্রকাশ করেন, এবং ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে গো-রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন| উত্তর ত্রিপুরা রাজ্যের জেলা পুলিশ সুপারের নির্দেশে অবৈধ্য পাচারকৃত গরু গুলু বাবা গোরক্ষনাথ গোশালাতে রাখার সিদ্ধান্ত কে সাধুবাদ জানান, নয় তো এই গরু গুলু ত্রিপুরার বাইরে বিশেষত বাংলাদেশে চলে যেত| শ্রী গুরুজি গোশালার সার্বিক বিকাশের জন্য দেশ ও সমাজের বিকাশের স্বার্থে ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ও বৈদিক আচার অনুষ্ঠানের পুনর্জাগরনেই আহব্বান রাখেন|

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.