Header Ads

স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ বাংলা শিখছেন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ বাংলা শেখার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২১ সালের এপ্ৰিল মাসে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার নিৰ্বাচনের আগে সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করতে ভাষা যাতে কোনও বাধা হয়ে না দাঁড়ায় তাই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। অমিত শাহ নিজে গুজরাটি, জন্ম মুম্বইয়ে। গুজরাটি হলেও তিনি চোস্ত হিন্দি বলতে পারেন। কিন্তু বলতে পারেন না বাংলা। 


 ছবি, সৌঃ আন্তৰ্জাল
ভাষাগত সমস্যার কারণে তাঁর পশ্চিমবঙ্গের বৰ্তমান রাজনৈতিক কৰ্মকাণ্ড সম্পৰ্কে অনেক কিছুই জানতে অসুবিধা হচ্ছে। বাংলা ভাষার জন্য নেতাদের ওপর নিৰ্ভরতা কমাতে চাইছেন তিনি। তাই বৰ্তমানে বাংলা কাগজ ইন্দিতে বা ইংরেজিতে তরজমা করে শোনানো হচ্ছে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্ৰ, হরিয়াণা এবং ঝাড়খণ্ডে বিজেপির হারের পর এখন তিনি পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্ৰণে আনতে দলীয় নেতা কৰ্মীদের সঙ্গে যোগাযোগ আরও শক্ত করতে তিনি বাংলা শিখতে শুরু করেছেন।  


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.