দেশের 12 রাজ্যে চালু হল ' এক দেশ এক রেশনকার্ড '

কেন্দ্রের বক্তব্য এর ফলে সুবিধা পাবেন কাজের সূত্রে ভিন রাজ্যে যাওয়া
শ্রমিকেরা। ডিজিট্যাল কার্ড সঙ্গে থাকলে যে কোনও রাজ্য থেকে তাঁরা রেশন সংগ্রহ
করতে পারবেন। আপাতত কর্ণাটক, কেরল , মধ্যপ্রদেশ, গোয়া, ঝাড়খণ্ড, ত্রিপুরা,
রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে ' এক দেশ এক রেশনকার্ড ' চালু হল। কেন্দ্রের দাবি, এর জেরে দেশের কোন প্রান্তে কত রেশন যাচ্ছে তার
ওপর নজর রাখা সহজ হবে। রেশন চুরির ঘটনাও কমে যাবে।
তবে, পশ্চিমবঙ্গ অবশ্য
পুরনো রেশন ব্যবস্থার ওপরই জোর দিচ্ছে। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে ' এক দেশ এক রেশনকার্ড' তারা মানবে না।
কোন মন্তব্য নেই