Header Ads

নাগরিকত্ব আইন নিয়ে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, বক্তব্য জানাতে কেন্দ্রকে ৪ সপ্তাহের সময়

নয়া ঠাহর ওয়েব ডেস্ক -- 22 জানুয়ারি

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ১৬০ টি পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে । বুধবার সেই পিটিশনগুলির ওপর শুনানি হয় দেশের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে ।


ছবি, সৌঃ আন্তৰ্জাল

কংগ্রেসের আইনজীবী কপিল  সিবাল আর্জি জানিয়েছিলেন,  যতদিন না সুপ্রিম কোর্টে শুনানি শেষ না হয়, ততদিন যেন সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা না হয় । সুপ্রিম কোর্ট বুধবার পরিষ্কার জানিয়ে দিয়েছে , কেন্দ্রের বক্তব্য না শুনে স্থগিতাদেশ দেওয়া সম্ভব নয় । কেন্দ্রীয় সরকারকে চার সপ্তাহের সময়  দেওয়া হয়েছে বক্তব্য জানানোর জন্য । তারপর শুরু হবে শুনানি ।

প্ৰসঙ্গত উল্লেখ্য, অসম এবং ত্ৰিপুরার বিশেষ পরিস্থিতির কথা চিন্তা করে এই দুটি রাজ্যের এই সংক্ৰান্ত শুনানি সুপ্ৰিম কোৰ্টে পৃথকভাবে হবে। 


পিটিশন দাখিলকারীদের বক্তব্য ছিল,  সংবিধান অনুযায়ী ভারত ধর্মনিরপেক্ষ দেশ । দেশের সরকার যে কোনও ধর্মীয় বিশ্বাসের মানুষের সঙ্গে সমান আচরণ করতে বাধ্য । এই আইন নাগরিকদের মৌলিক অধিকার এবং সাম্যের অধিকার লঙ্ঘন করছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.