Header Ads

মোদী সরকারের শাসন ব্যৰ্থতাই আৰ্থিক ঝুঁকির মুখে দাঁড় করিয়েছে ভারতকে, রিপোৰ্ট ইউরেশিয়া গ্ৰুপ-এর

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মোদী সরকারের শাসন ব্যৰ্থতার জন্য ২০২০ সালে গোটা বিশ্বের মধ্যে পঞ্চম বৃহত্তম ভূ-রাজনৈতিক ঝুঁকির মধ্যে রয়েছে ভারত। এই দাবি পৃথিবীর সেরা রিস্ক কনসালটেন্সি ইউরেশিয়া গ্ৰুপ-এর। 
 ছবি, সৌঃ আন্তৰ্জাল

বেসরকারী রেটিং এজেন্সি এই গ্ৰুপ-এর বাৰ্ষিক তালিকায় ‘সৰ্বোচ্চ ১০ টি ঝুঁকিপূৰ্ণ’দেশের নাম প্ৰকাশিত হয়েছে। 

গ্ৰুপের রিপোৰ্টে বলা হয়েছ - প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী তাঁর দ্বিতীয় দফার শাসনকালে অৰ্থনীতির উন্নয়নের বদলে নানারকম সামাজিক নীতি বেশি করে গ্ৰহণ করেছেন। এর ফলটাই ২০২০য়ে পড়বে। যেভাবে সাম্প্ৰদায়িকতা ও বিভাজন বেড়ে চলেছে, এতে বিদেশ নীতি এবং অৰ্থনীতি দুইই বড়সড় ধাক্কা খাবে এই বছরে। 

রিপোৰ্টে আরও বলা হয়েছে- মোদী সরকারের আমলে বাড়বাড়ন্ত হয়েছে আরএসএস-এর। সংগঠনটিকে গুরুত্ব দিতে গিয়ে উন্নয়নের তাকানোর সুযোগ পাচ্ছেন না মোদী। ছ’বছরে ৪.৫ শতাংশ জিডিপির পতন সে দিকেই ইঙ্গিত করে। এই সব মিলিয়ে ২০২০ সালে বড় ধাক্কার মুখে পড়তে চলেছে ভারত।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.