Header Ads

জেএনইউ চত্বরে পৌঁছে গেলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ! শুরু হল স্লোগান !!

বিশ্বদেব চট্টোপাধ্যায়ঃ

মোদী সরকার বিরোধী স্লোগানে যখন গোটা জেএনইউ চত্বর তোলপাড় ঠিক তখনই সেখানে পা রাখলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জেএনইউ ক্যাম্পাসে রবিবার পড়ুয়াদের ওপর হামলা নিয়ে ছাত্রদের প্রতিবাদ মঞ্চের কাছে গিয়ে সেখানের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন দীপিকা। 

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর কার্যত নাগরিকত্ব ইস্যুতে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। আর ঠিক তার পরে দিল্লিতে তাঁর 'ছপক' ফিল্মটির প্রোমোশন ছিল। কিন্তু দীপিকা পাড়ুকোন সেই সময়ের উত্তাল পরিস্থিতিতে প্রচারে যাননি দিল্লিতে নিরাপত্তাজনিত কারণে।
তবে আজ দিল্লি গিয়ে পড়ুয়াদের পাশে দাঁড়াতে দেখা যায় দীপিকাকে।
দীপিকা পাড়ুকোন এদিন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পা রেখে পড়ুয়াদের অবস্থার কথা শোনান। জেএনইউ-এসইউয়ের প্রেসিডেন্ট ঐশী ঘোষ সহ একাধিক পড়ুয়ার মারধরের ঘটনায় এর আগেও ক্ষোভ প্রকাশ করেছেন দীপিকা।
প্রসঙ্গত, গত বছরেই বলিউডের তরফে এক প্রতিনিধি দল মোদীর সঙ্গে দেখা করতে যান দিল্লিতে। সেই প্রতিনিধি দলে ছিলেন দীপিকা পাড়ুকোনের স্বামী রণবীর সিং। সাক্ষাৎকারে মোদীর সঙ্গে রণবীরের বেশ কয়েকটি মজার মুহূর্তের ছবিও টুইটারে আসে। যদিও এদিন রণবীর ঘরনী দীপিকাকে দেখা গেল ঠিক সেই ঘটনার উল্টো মেরুতে দাঁড়াতে। তিনি এদিন মোদী সরকার বিরোধী স্লোগান মঞ্চে বসে জেএনইউ ক্যাম্পাসে চলা হিংসার ঘটনার প্রতিবাদ জানান।
বাম ছাত্র সংগঠনের ডাকে চলা প্রতিবাদ মঞ্চে দাঁড়িয়ে পড়ুয়াদের সমর্থন জানান বলিউডের এই তারকা অভিনেত্রী। দেখা করেন জেএনএসইউয়ের প্রেসিডেন্ট ঐশী ঘোষের সঙ্গে। সেখানে উপস্থিত ছিলেন আরও এক বাম যুব নেতা কানহাইয়া কুমার।
এদিকে, দীপিকা পাড়ুকোন জেএনইউ চত্বরে পৌঁছে যেতেই  বিজেপির দাপুটে নেতা তেজিন্দর পাল সিং বাগ্গা দীপিকার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তিনি জানান, দীপিকার ফিল্ম যেন দেশ জুড়ে বয়কট করা হয়। এমন দাবি তুলে তিনি টুইটারে একটি পোস্টও করেন। উল্লেখ্য, সামনেই মুক্তি পেতে চলেছে দীপিকা পাড়ুকোন অভিনীত ' ছপক'। আর সেই ফিল্মই এবার বয়কটের ডাক দিয়েছেন বগ্গা। এর আগে, সোনম কাপুর ও কঙ্কনা সেনশর্মার সঙ্গেও বাগ্গার মত বিরোধ দেখা যায় টুইটারে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.