Header Ads

অস্ট্ৰেলিয়ায় দাবানলে ধ্বংস হয়েছে বহু ঘরবাড়ি, প্ৰভাবিত এলাকা ছেড়ে পালাচ্ছেন পৰ্যটকরা

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় দেশটির উপকূল অঞ্চলে দুই শতাধিক ঘরবাড়ি পুড়়ে গিয়েছে। সপ্তাহান্তে আগুনের আতঙ্ক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) প্ৰদেশের রুরাল ফায়ার সাৰ্ভিসের তরফ থেকে জনপ্ৰিয় হলিডে স্পটবেটম্যানস বে থেকে ২০০ কিলোমিটার পৰ্যন্ত ‘ ট্যুরিস্ট লিভ জোন’ হিসেবে ঘোষণা করেছে। গত বুধবার শুধু এনএসডব্লিউ-তে নতুন করে ১০০টি আগুন লাগার খবর পেয়েছে প্ৰশাসন। গত তিন মাসে দাবানলে অস্ট্ৰেলিয়ার যে চারটে প্ৰদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্ৰস্থ হয়েছে তার মধ্যে অন্যতম এনএসডব্লিউ এবং ভিক্টোরিয়া।

ছবি, সৌঃ আন্তৰ্জাল
প্ৰশাসনের তরফে ক্ষতক্ষতির খতিয়ান যে প্ৰকাশ করা হয়েছে তাতে জানা গিয়েছে, আগুনে পুড়েছে ৫০ লক্ষ হেক্টর জমি। পুড়ে গিয়েছে হাজারেরও বেশ বাড়ি। স্তন্যপায়ী, সরীসৃপ, কীটপতঙ্গ মিলিয়ে প্ৰায় ১২ কোটি বন্যপ্ৰাণী মারা গিয়েছে। দাবানলের ফলে বায়ু দূষণের মাত্ৰা বিপদসীমার ২১ গুণ বলে সতৰ্ক করেছেন পরিবেশবিদরা। অস্ট্ৰেলিয়ায় দাবানলে এখনও পৰ্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ভিক্টোরিয়া প্ৰদেশের প্ৰশাসন জানিয়েছে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। নিখোঁজ হয়েছেন ১৭ জন। পৰ্যটকদের সে জায়গাগুলো খালি করে দেওয়ার নিৰ্দেশ দেওয়া হয়েছে। দাবানলের প্ৰভাবে বাতাসে তাপমাত্ৰা ৪০ ডিগ্ৰিরও বেশি বেড়ে গেছে। বহু পৰ্যটক এবং স্থানীয় বাসিন্দা দুই রাত বিনা বিদ্যুৎ এবং টেলিফোনে যোগাযোগ ছাড়াই কাটিয়েছেন। বৃহস্পতিবার সকালে কয়েকটি রাস্তা নিরাপদ বলে প্ৰশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.