Header Ads

ডকমকায় গ্রামবাসীদের হাতে ধৃত দুই জঙ্গি

    বিপ্লব দেব হাফলং ৩১ জানুয়ারিঃ 

কার্বি-আংলং জেলার ডকমকা থানার অন্তর্গত ভিভার ছয় টেরন গ্রামে অর্থ দাবি করতে এসে পিপোলস ডেমোক্রেটিক কাউন্সিল অব কার্বি লংরি (পিডিসিকেএল) জঙ্গি সংগঠনের দুই সদস্য। অসম পুলিশ সুত্রে জানা গেছে বৃহস্পতিবার মাঝরাতে জোর করে অর্থ আদায় করতে ভিভার ছয় টেরন গ্রামে আসার পর গ্রামবাসীরা দুই জঙ্গি সদস্যকে আটক করে উত্তম মধ্যম দিয়ে ডকমকা পুলিশের হাতে তুলে দেয়।

 ধৃত দুই জঙ্গি সদস্য হচ্ছে যথাক্রমে লংথাম ক্রো গ্রামের লংকি হানসের ছেলে জিরসং হানসে (২০) এবং মুকাচং গ্রামের খরসিং টেরণ গ্রামের ক্লারবং টেরণ (১৯)। ধৃত দুই জঙ্গির কাছ থেকে গ্রামবাসীরা একটি অর্থ দাবি রসিদ বই ও জঙ্গি সংগঠনটির নামে থাকা ১৮ টি লেটার পেড জব্দ করে পুলিশকে সমঝে দেয়। এদিকে ধৃত দুই জঙ্গিকে গ্রামবাসীরা প্রহার করার জেরে দুই জঙ্গি অল্প বিস্তর আহত হয়েছে। এদিকে ডকমকা পুলিশ ধৃত দুই জঙ্গিকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে জানা গিয়েছে ইতিমধ্যে পুলিশ এই ঘটনা নিয়ে অনুসন্ধান শুরু করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.