Header Ads

চন্দ্র গ্রহণ আজ



নয়া ঠাহর প্রতিবেদন
এবছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হতে চলেছে শুক্রবার রাত ১০,৩৭ মিনিটে এবং এই গ্রহন চলবে ১১ জানুয়ারী ভোর ২,৪২ মিনিট পর্যন্ত । এশিয়াার সাথে-ইউরোপ, অস্ট্রেলিয়া, আর আফ্রিকাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ ।এবছরে চারটা চন্দ্রগ্রহণ হবে যার মধ্যে এটাই  প্রথম চন্দ্রগ্রহণ যা দর্শনীয় হবে ।খুব সাধারন ভাবেই খালি চোখে দেখা যাবে যে কিভাবে পূর্ণিমার চাঁদ অন্ধকারে ঢেকে যায় ।তবে এটা পূর্ণ চন্দ্রগ্রহণ নয় শুধুমাত্র পৃথিবীর ছায়ার সামনে দিয়ে চাঁদ যাবে ।চন্দ্রগ্রহণ ৪-৫ ঘন্টা ধরে চলবে । ১০ ই জানুয়ারি পরে ৫ জুন,৫ জুলাই ও ৩০ নভেম্বরের পুনরায় চন্দ্রগ্রহণ হবে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আজ খালি চোখেই দেখা যাবে গ্রহন।এই চন্দ্র গ্রহণ দেখার জন্য্ বিশেষ কোনো চশমার প্রয়োজন নেই।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.