Header Ads

শিবনাথজি মহারাজের হাত ধরে খ্রীষ্ট ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্মে পরাবর্তন




নয়া ঠাহর প্রতিবেদন, ধর্মনগরঃ আজ উত্তর ত্রিপুরা জেলার তিলথৈ পালগাঁও এলাকায় হালাম বস্তিতে মহাযোগী শ্রী শ্রী শিবনাথজি মহারাজের উপস্তিতিতে শিবযজ্ঞের মাধ্যমে পরাবর্তনের অনুষ্ঠান হয়, উক্ত অনুষ্ঠানে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে এক পরিবার হিন্দু ধর্ম গ্রহণ করেন। পূজনীয় শ্রী গুরুজী তাদের হিন্দু ধর্ম গ্রহণ করার পর দীক্ষা প্রদান করেন ও মহিলাকে নতুন নাম (ভারতী নাথ) প্রদান করেন। উক্ত অনুষ্ঠানকে সফল করার জন্য হিন্দু সমাজের বিশেষ সমাজসেবীরা ও রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কর্মকর্তারা সার্বিক সহযোগিতা করেন। শ্রী গুরুজি তাঁর মূল্যবান প্রবচনের মাধ্যমে উপস্থিত সকলের কাছে এই বিশাল হিন্দু সমাজ ও সংস্কৃতি রক্ষার আহ্ববান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.