Header Ads

জেএনইউ হামলার ঘটনা এক হাতে তালি বাজেনি, প্রাথমিক তদন্তের পর জানাল দিল্লি পুলিশ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ‍্যালয়ে রবিবার হামলার ঘটনায় এক হাতে তালি বাজেনি। তদন্তের শেষে দিল্লি পুলিশের তরফে স্পষ্ট জানান হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে দুপক্ষই হামলার সঙ্গে জড়িত। ডিসিপি জয় তিরকে সাংবাদিক বৈঠক করে জানান, দুই পক্ষের একাধিক ছাত্রছাত্রীকে নোটিশ পাঠানো হবে। 
ছবি, সৌঃ আন্তর্জাল
ছাত্র নেত্রী ঐশী ঘোষ পেরিয়ার হোস্টেলে হামলার নেতৃত্ব দিয়েছিলেন। পুলিশের তদন্তে প্রকাশ‍্যে এসেছে এবিভিপি-র একটি হোয়াটসআ্যপ গ্রুপ। দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকের মতে জেএনইউ ক‍্যাম্পাস একটা গোলকধাঁধার মতো। হঠাৎ করে কেউ বাইরে থেকে ক‍্যাম্পাসের ভিতরে গিয়ে হামলা চালিয়ে দিল, তা বিশ্বাসযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এতেযোগ থাকার সন্দেহ করছে পুলিশ।
সুচেতা তালুকদার, ঐশী ঘোষ, প্রিয়া রঞ্জন, যোগেন্দ্র ভরদ্বাজ, বিকাশ পটেল সহ এখনও পর্যন্ত যাদের নাম নজরে এসেছে তাঁদের নোটিশ পাঠানো হবে জানিয়েছে দিল্লি পুলিশ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.