নয়া ঠাহর প্রতিবেদন, শিলচর: স্পেশাল রিভিউ কমিটির সদস্যরা শিলচর ডিটেনশন ক্যাম্পের বন্দিদের খোঁজে এলেন
শিলচর। দিনটি ছিল গত মঙ্গলবার।চেয়ারম্যান দেবজিৎ মুখার্জি এই কমিটির।তিনি পুলিশের
সীমান্ত শাখার ডিআইজি। সঙ্গে ছিলেন অন্য দুই সদস্যদের মধ্যে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ হরদীপ সিং পুরি কারা বিভাগের আইজি দশরথ দাস পৌঁছান শিলচরে গত
মঙ্গলবার সকলে। সকল থেকে বিকেল জেলে
ডিটেনশন ক্যাম্পে দীর্ঘ সময় তারা বন্দিদের খোঁজখবর নেন ও স্থানীয় চিকিৎসক দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়
ডিটেনশন ক্যাম্পের বন্দিদের।দিলীপ শইকিয়া কারা বিভাগের এআইজি সহ রাজীব রায়
কাছাড়ের অতিরিক্ত জেলা শাসক তাঁদের সঙ্গী
ছিলেন।শিলচর ডিটেনশন ক্যাম্পের
বন্দিদের বিস্তারিত খুঁজখবরের চিত্র সরকারের কাছে রিপোর্ট হিসেবে তুলে ধরবেন বলে
সাংবাদিকদের বলেন।ডিস্ট্রিক লিগ্যাল সির্ভিস অথরিটিও সঙ্গে ছিলেন বলে জানা যায়।
কোন মন্তব্য নেই