ভারতবাসীর মনের হীনমন্যতা দূর করার কাজ করছে সেবিকা সমিতিঃ কৃষ্ণা ভট্টাচার্য

কাজই করছে রাষ্ট্র সেবিকা সমিতি। বুধবার বিহাড়ায় রাষ্ট্র সেবিকা সমিতির সপ্ত দিবসীয় প্রশিক্ষণ শিবিরের সমাপন সমারোহে বক্তব্য রাখতে গিয়ে একথাগুলিই বলেন রাষ্ট্র সেবিকা সমিতির ক্ষেত্রীয় সহ কার্যবাহিকা তথা শিলচর অধর চাঁদ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপিকা কৃষ্ণা ভট্টাচার্য। তিনি আরও বলেন ভারতবর্ষ এককালে পরম বৈভবশালী ছিল। কিন্তু বিদেশী আক্রমণকারীদের আক্রমণের ফলে ভারতের শিক্ষা সংস্কৃতি বিস্তর ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারতকে ভারতের পূর্ণ মর্যাদায় প্রতিষ্টিত করাই সকল ভারতবাসীর লক্ষ্য হওয়া উচিত। তিনি রাষ্ট্র সেবিকা সমিতির ইতিহাস তুলে ধরেন। সমাজের মহিলাদের সংঘটিত ও শসক্ত করার লক্ষ্যে সমিতির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষিকা পুষ্প রাণী দে। তিনি সংঘটনের ভূয়সী প্রসংসা করেন। বর্গের প্রতিবেদন পাঠ করেন বর্গাধিকারী সাথি পাল। ধন্যবাদ জ্ঞাপন করেন বর্গকার্যবাহিকা মিলন সরকার। উল্লেখ্য বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনে গত বুধবার থেকে এই প্রশিক্ষণ শিবিরটি শুরু হয়। এতে শিলচর সহ পশ্চিম কাছাড় জেলার বিভিন্ন স্থানের মহিলারা অংশগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই