Header Ads

ইরাকের রাজধানী বাগদাদে সংরক্ষিত গ্ৰীন জোনে হল রকেট হামলা, হতাহতের কোনও ঘটনা ঘটেনি, জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে সংরক্ষিত গ্ৰীন জোনে দুটি রকেট হামলা হল। বুধবার গভীর রাতে কড়া নিরাপত্তায় ওই গ্ৰীন জোনে রকেট হামলা হয়। বাগদাদে  ইরাকের প্ৰধানমন্ত্ৰীর অফিস, পাৰ্লামেন্ট, যুক্তরাষ্ট্ৰ সমেত আরও বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে। তবে ওই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। 

 প্ৰতীকী ছবি, সৌঃ এএনআই
এই ঘটনায় সঙ্গে সঙ্গে কোনও প্ৰতিক্ৰিয়া জানায়নি হোয়াইট হাউস কিংবা মাৰ্কিন প্ৰতিরক্ষা দফতর পেন্টাগন।
এই ঘটনার একদিন আগে অৰ্থাৎ মঙ্গলবার গভীর রাতে ইরাকের আইন আল-আসাদ ও এরবিলে অবস্থিত দুটি মাৰ্কিন বিমানঘাঁটিতে অন্তত ২২টি ‘ব্যালেস্টিক মিসাইল’ ছোড়ে ইরান। এই ঘটনায় কমপক্ষে ৮০ জন ‘মাৰ্কিন জঙ্গি’ নিহত হয়েছে, এই দাবি ইরানের রাষ্ট্ৰীয় টেলিভিশন চ্যানেলের । তবে তাদের দাবি নাকচ করেছেন মাৰ্কিন প্ৰেসিডেন্ট ডোনাল্ড ট্ৰাম্প।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.