Header Ads

রাজ্যজুড়ে গণরাজ্য দিবসের প্রস্তুতি ,কোথায় কে জাতীয় পতাকা উত্তলন করবেন



নয়া ঠাহর প্রতিবেদন।
 গণতন্ত্র  দিবসের জন্য মাঝে মাত্র কয়েক ঘন্টা বাকি  কাল রবিবার সমগ্র দেশের সাথে রাজ্যও  উৎসাহ ও উদ্দীপনার সাথে  পালন করা হবে ৭১ সংখ্যক গণতন্ত্র  দিবস।জোরদার  পুলিশের নিরাপত্তা বেষ্টনী মধ্য দিয়ে রাজ্যেএর প্রস্তুতি সম্পুর্ন ।গুয়াহাটির  খানাপারাতে রাজ্যপাল জগদীশ মুখী উত্তোলন করবেন রাষ্ট্রীয় পতাকা। ডিব্রুগড় চন্দ্রমোহন পাটোয়ারী। বিস্বনাথ চারিয়ালি তে রঞ্জিত দত্ত ,গোয়ালপাড়াতে সিদ্ধার্থ ভট্টাচার্য, বঙ্গাইগাঁও তে প্রমিলা রানী ব্রাহ্ম,নলবাড়িতে ভবেশ কলিতা, উদালগুরিতে রিহন দৈমারী, চিরাঙ্গে চন্দন ব্রাহ্ম, দুবরিতে ফণিভূষণ চৌধুরী, লক্ষিনপুর নবো দলে, মরিগাঁওতে পীযূষ হাজারিকা,  নগাওতে হিমন্ত বিশ্ব শর্মা ,তিনসুকিয়া তে সঞ্জয় কিষাণ ,মঙ্গলদৈতে সুমু রংহাং ,শিলচরে পরিমল শুক্লবৈদ্য ,তেজপুরে কেশব মহন্ত ,জোরহাট অতুলবরা, শিবসাগরের যোগেন মহন্ত ।
ওদিকে সংযুক্ত মুক্তি বাহিনী অসমে (স্বাধীন) আগামীকাল রবিবার রাজ্যজুড়ে বন্ধের ঘোষণা করেছে। সরকারের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে  প্রতিবাদ সাব্যস্ত করে  কালকে সমস্ত কার্যসূচি বর্জন করে প্রতিবাদী কার্যসূচি হাতে নেওয়ার আহ্বান আলফার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.