Header Ads

1 লক্ষ শিক্ষক, 60 লক্ষ ছাত্রের উন্নয়নে 30 হাজার কোটি টাকা ব্যয় করবে সরকার



নয়া ঠাহর : শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহন করে পূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ প্রথম সাংবাদিক সম্মেলনে প্রায় 1 লক্ষ শিক্ষক এবং 60 লক্ষ ছাত্র উপকৃত হওয়ার মতো প্রায় 30 হাজার কোটি টাকার বৃহৎ প্রকল্পের কথা ঘোষণা করলেন। সেই সঙ্গে বরাক উপত্যকা, বিটিএডি ছাড়া এমনকি লামডিং,  হোজাইয়ের প্রতিটি বিদ্যালয়ে অসমীয়া ভাষায় একটি সাবজেক্ট নিতেই হবে। অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা একথা জানিয়ে বলেন, অসমীয়া ভাষা না জানলে অসমে সরকারি চাকরি পাওয়া যাবে না। এ সম্পর্কে বিধানসভায় বিল আনা হবে। আদালতে মামলা চলায় বিদ্যালয়ে ছাত্রদের ইউনিফর্ম দেওয়া যায়নি,  সরকার মামলা প্রত্যাহার করে নিয়েছে। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রদের চার জোড়া ইউনিফর্ম দেওয়া হবে। নাইন-টেন ক্লাসের ছাত্রদেরও ইউনিফর্ম দেওয়া হবে। এর জন্য 450 কোটি টাকা রিলিজ করে দেওয়া হয়েছে। 15 আগস্টের মধ্যে 41 হাজার শিক্ষক পদ প্রাধিশিকরণ 600 পদ পূরণ, শিবসাগর জেলায় বেনিয়ম করে প্রায় 1200 শিক্ষক নিয়োগ করা হয়েছিল, এইসব শিক্ষক নিয়োগেও ব্যাবস্থা নেওয়ার কথা জানালেন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.