ইরানের কুদস বাহিনীর সেনাপ্ৰধান সোলেমানির শেষযাত্ৰায় পদপিষ্ট হয়ে হত অন্তত ৩২, আহত কমপক্ষে ১৯০ জন
নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ ইরানের কুদস বাহিনীর সেনাপ্ৰধান কাশেম সোলেমানির শেষযাত্ৰায় অসংখ্য মানুষের ভিড় জমায়েত হয়। ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান কমপক্ষে ৩২ জন। আহত হয়েছেন অন্তত ১৯০ জন। এমনটাই তেহরআনের রাষ্ট্ৰীয় টেলিভিশন সূত্ৰে জানা গিয়েছে। ইরানের ওই রাষ্ট্ৰীয় টেলিভিশন চ্যানেল অনলাইনে একটি ভিডিও প্ৰকাশ করেছে। সেখানে দেখা গেছে তেহরআনের রাস্তায় নিস্তেজ দেহগুলি পড়ে আছে।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
গত শুক্ৰবার ভোররাতে বাগদাদ বিমানবন্দরের সামনে রকেট হামলায় মৃত্যু হয় সেনাপ্ৰধান কাশেম সোলেমানির। ইরাকের বিভিন্ন স্থানীয় টেলিভিশনে দেখানো হয় মার্কিন বাহিনীর হেলিকপ্টার থেকে বাগদাদ বিমানবন্দরে মোতায়েন হাশদ আল-শাবির দু’টি গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। এরপরই সোলেমানির মৃত্যুর খবর প্ৰকাশ্যে আসে। ওই হামলায় ইরানি আধাসেনার এক উচ্চপদস্থ অফিসার আবু মেহদি আল-মুহানদিস, বিমানবন্দরের প্রোটোকল অফিসার মহম্মদ রেদার মৃত্যু হয়েছে। এ ছাড়াও ইরাকের সংবাদমাধ্যম সূত্রের খবর, বিমানবন্দরে নিযুক্ত কমব্যাট ফোর্স হাশদ আশ-শাবিরের অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে।









কোন মন্তব্য নেই