Header Ads

মুম্বইয়ের মাফিয়া ডন করিম লালার সঙ্গে যোগাযোগ ছিল ইন্দিরা গান্ধীর, শিবসেনার মন্তব্যে নয়া বিতৰ্ক

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ মুম্বইয়ের মাফিয়া ডন করিম লালার সঙ্গে দেখা করেছিলেন প্ৰধানমন্ত্ৰী ইন্দিরা গান্ধী। মহারাষ্ট্ৰে কংগ্ৰেসের জোটসঙ্গী শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের এই মন্তব্যে দেশে নতুন করে বিতৰ্ক শুরু হয়েছে। বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ৬০-৭০ দশকের মুম্বইয়ের মাফিয়া ডন করিম লালার সঙ্গে দেখা করেছিলেন ইন্দিরা গান্ধী। সেই সময় প্ৰায় দু দশক ধরে মুম্বইয়ে অপহরণ, স্মাগলিং, জুয়ো সমেত একাধিক বেআইনি কারবার চালাতো করিম লালা। ২০০২ সালে ৯০ বছর বয়সে তার মৃত্যু হয়। শিবসেনা সাংসদের এই মন্তব্যের পর বিক্ষোভ শুরু করেছে কংগ্ৰেস।  

 ছবি, সৌঃ আন্তৰ্জাল

 তবে কংগ্ৰেসের এই বিক্ষোভের মধ্যে পড়ে নিজের সুর কিছুটা নরম করেছেন সঞ্জয় রাউত। একের পর এক টুইট করে তিনি বলেছেন- তাঁর মন্তব্যকে বিকৃত করে ব্যবহার করা হয়েছে। তবে এই বিতৰ্কের মধ্যে কংগ্ৰেস এবং শিবসেনার শীৰ্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করেননি।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.