Header Ads

রাশিয়ার নতুন প্ৰধানমন্ত্ৰী হিসেবে নিৰ্বাচিত হলেন মিখাইল মিসুস্তিন

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ রাশিয়ার নতুন প্ৰধানমন্ত্ৰী হিসেবে বুধবার নিৰ্বাচিত হলেন মিখাইল মিসুস্তিন। অ্যাসোসিয়েটেড প্ৰেস-এর জানানো মতে নতুন প্ৰধানমন্ত্ৰী মিসুস্তিন রাজদনৈতিকভাবে অনভিজ্ঞ। তিনি যাতে কোনও সিদ্ধান্ত গ্ৰহণের জন্য প্ৰেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিৰ্ভরশীল থাকেন তাই মিসুস্তিনকে সেদেশের প্ৰধানমন্ত্ৰী হিসেবে বেছে নেওয়া হয়েছে। এর আগে সেদেশের প্ৰধানমন্ত্ৰী ছিলেন দিমিত্ৰি মেদভেদেব।
 মিখাইল মিসুস্তিন, ছবি, সৌঃ আন্তৰ্জাল
প্ৰসঙ্গত, রাশিয়ার প্ৰধানমন্ত্ৰী ও মন্ত্ৰিপরিষদের সদস্যদের নিয়োগ করার ক্ষমতা এককভাবে রাষ্ট্ৰপতির হাতে রয়েছে। সংবিধানের এই অংশ সংশোধন করে সংসদের কাছে প্ৰধানমন্ত্ৰী ও কেবিনেট গঠনের ক্ষমতা অৰ্পন করার বিষয়ে দেশটি ভাবছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.