Header Ads

ভূপেন হাজারিকার কলকাতার বাড়ি সংরক্ষনে পশ্চিমবঙ্গের আপত্তি ?



অমল গুপ্ত, গুয়াহাটিঃ অসমীয়া বাঙলি সহ দেশের মানুষের আপনজন, সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার কলকাতার   টালিগঞ্জ এর  আদিবাসস্থান সংরক্ষণ কে কেন্দ্র করে রাজনীতি শুরু  হয়েছে।অসম সরকার ইতিমধ্যে ওই  বাড়ির মালিক সুশীল কুমার ডাঙ্গি র কাছ থেকে এক কোটি ৬৫ লাখ টাকায় বাড়িটি কেনার চুক্তিবদ্ধ হয়েছে। অসমের সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী নব কুমার দলে এবং মুখ্যমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী  কলকাতায় গিয়ে বাড়িটি  কিনে সংরক্ষণ করার  সব ব্যবস্থা করে আসেন, তারপর গত বিশ্ব বিনিয়োগ সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সণেয়াল  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর  সঙ্গে কলকাতায় আলোচনা করে বাড়িটি  সংরক্ষণে  চূড়ান্ত ব্যবস্থা করেন।  মুখ্যমন্ত্রী আন্তরিকতা  দেখিয়ে ছিলেন।  পরে  রেজিস্ট্রেশন  করার সময় কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল, রাজ্যের সাংস্কৃতিক বিভাগের সচিব প্রীতম কুমার সইকিয়া পশ্চিমবঙ্গের মুখ্যাসচিবের সঙ্গে আলোচনায়  মিলিত হন, তখন কিন্তু  মুখ্যসচিব  কোনও  সহযোগিতা করেননি।   অসম সরকার আজ এক  বিবৃতিতে  একথা জানিয়ে বলেছে ,  তারা সংবাদপত্রের মাধ্যমে জেনেছেন কলকাতা পৌর কর্পোরেশন সুধাকণ্ঠের টালিগঞ্জের আদি বাড়িটি  ঐতিহ্যবাহী বাড়ি হিসাবে  সংরক্ষণ  করবে বলে তালিকাভুক্ত করেছে, কিন্তু এখনও  বিজ্ঞপ্তি জারি করেনি।  তা করার পর অসম সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে।  সরকারের আন্তরিকতার কোনও অভাব নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 'কা' বিরোধী আন্দোলনের নামে  বিজেপি  সরকার কে, এমনকি  প্রধানমন্ত্রী কেও আক্রমণ করছেন, তারই পরিণতি হিসাবে সুধাকণ্ঠের  বাড়িটি সংরক্ষণে অনীহা দেখাচ্ছেন বলে অনেকে মনে করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর  জানা উচিত সুধাকণ্ঠ ভূপেন হাজারিকাকে  দেশ  কালের গন্ডিতে বাঁধা যাবে না, দেশের সব মানুষের  হৃদয়ে  তার  বসতবাড়ি আছে  শুধু কলকাতা তে নয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.