ইরানের তেহরানে ইউক্ৰেনের যাত্ৰীবাহী বিমান দুৰ্ঘটনায় মৃত্যু হয়েছে ক্ৰু মেম্বার সমেত ১৮০ জন যাত্ৰীর।
ছবি, সৌঃ আন্তৰ্জাল
বুধবার সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ওড়ার পরপরই বিমানটি দুৰ্ঘটনার কবলে পড়ে। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। বিমানটি ইউক্ৰেনের রাজধানী কিয়ভে যাচ্ছিল।
কোন মন্তব্য নেই